এডুকেশন টাইমস
১৬ নভেম্বর ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাবিতে চারুকলা ভবনের নির্মাণ প্রশ্নে পল্টি নিলেন প্রকল্প পরিচালক

জাবি প্রতিনিধি: কয়েক বছর থেকে মাস্টারপ্ল্যান প্রণয়ন করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার দাবি করে আসছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। চারুকলা ভবন নিয়েও পরিবেশ প্রভাব মূল্যায়ন বা ইআএ করা সহ একাধিক দাবি করেছিল শিক্ষার্থীরা। তবে গত ২ জুন সবার দাবি উপেক্ষা করে ছাত্রলীগের সহায়তায় ভবন নির্মাণ কাজ শুরু করে প্রকল্প পরিচালক।

এদিকে সরকার পতনের পর পুনরায় কাজ শুরুতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বাঁধা দিলে তা নিয়ে শিক্ষার্থীদের সাথে প্রকল্প কর্তৃপক্ষের নিয়ে সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় প্রকল্প পরিচালক ও চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ময়েজ উদ্দিন স্থান পরিবর্তনের জন্য নিজেই প্রস্তাব দিয়ে পরবর্তীতে শিক্ষার্থীদের নিয়ে স্থান পরিবর্তনের দাবিতে আন্দোলন করান তিনি।

আন্দোলনকারী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে জানা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্তৃক বর্তমান স্থানে নির্মাণে বাঁধা দেওয়ার প্রেক্ষিতে গত ৫ নভেম্বর একটি সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় এবং কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রকল্প পরিচালক, ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী ও অন্যান্য কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে পরিবেশ, প্রাণ-প্রকৃতি সহ মাস্টারপ্ল্যান প্রণয়ন করে কাজ করার দাবি জানায় শিক্ষার্থীরা। তবে এর বিপরীতে সহযোগী অধ্যাপক ময়েজ উদ্দিন ক্ষতিপূরণ সহ বিকল্প স্থানে ভবন নির্মাণের কথা বলেন।

তবে পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে চারুকলা ভবন নির্মান নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে প্রচার করেন এবং প্রশাসনের উপর পূর্বের সভার সিদ্ধান্ত বাতিল করতে চাপ প্রয়োগ করেন। এর প্রেক্ষিতে গত ১২ নভেম্বর পুনরায় সভা আয়োজন করে প্রশাসন। সে সভায়ও স্থান নির্বাচন বিষয়ে কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেন নি তিনি।

এ বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি আলিফ মাহমুদ বলেন, ক্যাম্পাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে ভবন নির্মাণের জন্য নিয়ম মেনে কাজ করতে বলা হলে তা উপেক্ষা করে ছাত্রলীগের সন্ত্রাসীদের সহায়তায় কাজ শুরু করে প্রকল্প পরিচালক। পরবর্তীতে সেখানে কাজ বন্ধ করে দেয়া হলে প্রতিবাদী শিক্ষার্থী ও প্রকল্প পরিচালক সহ বিভাগের শিক্ষকদের নিয়ে উপাচার্যের সাথে আমাদের একটা মিটিং হয়। উক্ত মিটিং এ প্রকল্প পরিচালক নিজেই স্থান পরিবর্তনের আগ্রহ প্রকাশ করলে সকলের সম্মতির ভিত্তিতে মিটিং শেষ হয়। কিন্তু মিটিং থেকে বের হয়ে তিনি শিক্ষার্থীদের উস্কে দিয়েছেন। মব জাস্টিসের মাধ্যমে তিনি তার কুকর্মকে ঢাকতে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহারের পায়তারা করছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, পূর্বোক্ত সকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবকিছু জনসম্মুখে প্রকাশ করতে হবে। শিক্ষার্থীদের উস্কে দিয়ে ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন জাবিতে সম্ভব নয়।

এ বিষয়ে সহযোগী অধ্যাপক ময়েজ উদ্দিন গণমাধ্যমকে মতামত প্রদানে অপারগতা প্রকাশ করেন।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

শীতের শুরুতেই জাবিতে নৈশপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিলো ছাত্রশিবির

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

জাবিতে শিক্ষার্থীর মৃত্যু: দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

‘রাজশাহীর সমন্বয়ককে’ হাতুড়িপেটা করার অভিযোগ ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে

প্রেসি‌ডেন্ট’স রোভার স্কাউ‌টের সংবর্ধনা পেলেন বাকৃবির র‌বিউল

পাবিপ্রবিতে চোর সন্দেহে এক যুবক আটক

জবিতে আন্তঃবিভাগীয় খেলায় মারামারির জেরে ২ শিক্ষার্থী বহিষ্কার

১০

জাবি শিক্ষার্থীর মৃত্যু বিশ্ববিদ্যালয় থেকে মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন

১১

তিন শতা‌ধিক নেতাকর্মীকে ব‌হিষ্কার ও ৫ শতা‌ধিককে শোকজ: ছাত্রদল সম্পাদক

১২

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৩

কুবিতে খেলায় মারামারির ঘটনায় লিখিত অভিযোগ, তদন্ত কমিটি গঠন

১৪

ছাত্রাবাসে উঠতে ছাত্রদলের বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৭ শিক্ষার্থী আহত

১৫

কুবির সিন্ডিকেটে নতুন দুই মুখ

১৬

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা করবো: সিইসি নাসির

১৭

কুবির দুই হলের নাম পরিবর্তন ও এক হলের নতুন নামকরণ

১৮

বাকৃবিতে ডোপ টেস্ট বাধ‌্যতামূলক করা হ‌বে: বাকৃ‌বি উপাচার্য

১৯

২০২৫ সালে মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে ৭৬ দিন

২০