এডুকেশন টাইমস
১৭ নভেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানে আহতদের টিউশন ফি মওকুফ করছে না নটর ডেম বিশ্ববিদ্যালয়

এডুকেশন টাইমস ডেস্ক: গত ২৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আহত শিক্ষার্থীরা নিজ শিক্ষালয় প্রধানের নিকট চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবিলম্বে আবেদনসমূহ যাচাইপূর্বক শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে খোঁজ নিয়ে দেখা গেছে, সরকারি এই নির্দেশনার বিষয় মানছে না রাজধানীর বেসরকারি নটর ডেম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন বাস্তবায়নের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি খোদ উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একইসঙ্গে বিষয়টি অবগত না থাকার কথা স্বীকারও করেছেন ইউজিসি সংশ্লিষ্টরা।

বিষয়টি নিয়ে ভোগান্তিতে পড়েছেন জুলাই আন্দোলনে আহত হওয়া বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তারা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তারা এমন কোনো নির্দেশনার বিষয়ে অবগত নয়। ইউজিসি থেকে নির্দেশনা না আসলে বিষয়টি বাস্তবায়ন করতে পারবে না তারা।

এদিকে টিউশন ফি মওকুফ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে সমাধান না পেয়ে শিক্ষার্থীরা ছুটে আসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে। কিন্তু সেখানেও আহত শিক্ষার্থীদের এক দফতর থেকে আরকে দফতরে প্রেরণ করছেন ইউজিসি সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (১৭ নভেম্বর) ইউজিসিতে মো. মঈন উদ্দিন নামে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী এক শিক্ষার্থীর সাথে কথা হলে তিনি জানান, আমি আন্দোলনে আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলাম। ২ লক্ষ টাকার উপরে খরচ হয়। এই মুহূর্তে টিউশন ফি দেওয়ার মতো সামর্থ্য নেই। আগামী ডিসেম্বরের শুরুতে সেমিস্টার পরীক্ষা। তার আগে টিউশন ফি জমা দিতে হবে।

ভোগান্তির কথা জানিয়ে এই শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় বলছে তারা নির্দেশনা পায়নি। তারা ইউজিসির কাছে পাঠিয়েছে। ইউজিসিতে আসলাম, কিন্তু তারা এক দফতর থেকে আরেক দফতর পাঠাচ্ছে। তারা এ সম্পর্কে কিছুই জানে না। বিভিন্ন দফতরে দুই ঘণ্টা ঘুরে কোন কূল কিনারা করতে পারেনি।

ক্ষোভ প্রকাশ করে মঈন উদ্দিন জানান, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। কিন্তু আন্দোলনের পর নিজেরা এখন হয়রানির শিকার হচ্ছি। ইউজিসির মতো প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বিষয়ে কিছুই জানে না। আমার প্রশ্ন হলো আমাকে এখানে আসতে হলো কেন? একটা নির্দেশনা বাস্তবায়ন করতে কতদিন লাগে?

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে জানা যায়, প্রজ্ঞাপনের অনুলিপি ইউজিসি এবং সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বোর্ডগুলোতেও পাঠানো হয়। যদিও নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ড. ফাদার লিওনার্দো শংকর রোজারিওর অফিসিয়াল নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে তথ্য কর্মকর্তা পরিচয়ে একজন জানান, নটরডেম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীর এক সেমিস্টারের ২০ শতাংশ টিউশন ফি মওকুফ করেছে। এর বাইরে আন্দোলনে আহতদের টিউশন ফি মওকুফের বিষয়টি নিয়ে কোনো শিক্ষার্থী তাদের সাথে যোগাযোগ করেননি বলে জানান। তবে ওই কর্মকর্তা নিজের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভুইয়া জানান, আমরা এ সম্পর্কে তেমন কিছু জানি না। কোনো নোটিশ পাইনি। অন্য কোথাও কোনো নির্দেশনা আছে কি-না বলতে পারব না। ইউজিসির সচিব কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য ভালো জানবেন।

শিক্ষার্থীরা তার দফতরে এসে ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কে লিখিত কোন অভিযোগ পাইনি। খোঁজ নিলে বিষয়টি জানাতে পারব। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও কোনো সাড়া দেননি।

বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা আছে বলে আমার জানা নেই। যদি নির্দেশনা থাকে তাহলে বিশ্ববিদ্যালয়গুলোকে সেটা অনুসরণ করা উচিত।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা সবাইকে অনুসরণ করতে হবে। যারা বিষয়টি মানছেন না আমরা জানতে পারলে তাদের সাথে যোগাযোগ করব। কেন তারা টিউশন ফি মওকুফ করছে না বিষয়টি খোঁজে নেব। আহত শিক্ষার্থীরা চাইলে আমার কাছে আসতে পারেন।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১০

শীতের শুরুতেই জাবিতে নৈশপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিলো ছাত্রশিবির

১১

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

১২

‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

১৩

জাবিতে শিক্ষার্থীর মৃত্যু: দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

১৪

‘রাজশাহীর সমন্বয়ককে’ হাতুড়িপেটা করার অভিযোগ ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে

১৫

প্রেসি‌ডেন্ট’স রোভার স্কাউ‌টের সংবর্ধনা পেলেন বাকৃবির র‌বিউল

১৬

পাবিপ্রবিতে চোর সন্দেহে এক যুবক আটক

১৭

জবিতে আন্তঃবিভাগীয় খেলায় মারামারির জেরে ২ শিক্ষার্থী বহিষ্কার

১৮

জাবি শিক্ষার্থীর মৃত্যু বিশ্ববিদ্যালয় থেকে মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন

১৯

তিন শতা‌ধিক নেতাকর্মীকে ব‌হিষ্কার ও ৫ শতা‌ধিককে শোকজ: ছাত্রদল সম্পাদক

২০