ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাস খোলার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে তা না খোলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ছাত্রাবাসের তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ। যার কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।
আন্দোলনরত শিক্ষার্থী জানান, উপাচার্য আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা প্রকাশ করে ছাত্রাবাসে উঠার কথা দিয়েছিলেন। কিন্তু তিনি কথা রাখেননি। অজানা কারণে ছাত্রাবাসে উঠানোর জন্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করছেন না। স্যার আমাদের কষ্টের কথা বুঝতে চাচ্ছেন না। বাসা দূরে হওয়ার কারণে অনেক টাকা যাতায়াতে চলে যায়। তাছাড়া রাস্তাঘাটে যানজটের কারণে পড়াশোনার সময়ও নষ্ট হয়। তাই আমাদের কথা চিন্তা করে দ্রুত হলের তালিকা প্রকাশ করা হোক।
আরএন/
মন্তব্য করুন