জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রথম বর্ষের ছাত্রী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা বিভাগ) মোহাম্মদ আবু সায়েদ থানায় অভিযোগ দায়ের করেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) আশুলিয়া থানার উপ-পরিদর্শক সালায়মান অভিযোগের প্রেক্ষিতে মামলা গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানা হয়। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
কমিটিত বিশ্ববিদ্যালয়র ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ারকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাক, গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল হক এবং ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মাহতাব-উজ-জাহিদ।
এদিকে আফসান করিম রাচির মৃত্যুর ঘটনায় ঘাতক রিকশা চালককে গ্রেপ্তার সহ ১১ দফা দাবিতে বিজনেস স্টাডিজ অনুষদ তালা দেন তার ব্যাচের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিজনেস স্টাডিজ অনুষদ তালা দেওয়া হয়। পরে সেখান থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন।
তাদের অন্য দাবিগুলো হলো, রাচিকে মরণোত্তর ডিগ্রি ও পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, সম্পূর্ণ ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিয়মিত মনিটরিং করা, পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী রাখা ও বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা, স্থায়ী স্মৃতিফলক নির্মাণ ও নির্মাণাধীন সেন্ট্রাল লাইব্রেরির একটি অংশের নাম রাচির নামে নামকরণ করা।
বিশ্ববিদ্যালয়ের ইংরজি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আলী চিশতি বলেন, আমাদের বোন রাচির মৃত্যুর প্রতিবাদ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা ১১ দফা দাবি দিয়েছি। দৃশ্যমান বাস্তবায়ন না দেখা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
অন্যদিকে আফসানা রাচির মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক, নছিমন, করিমন, ভটভটি, মোটরসাইকেল এবং লাইসেন্সবিহীন সকল যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, আমাদর বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সবার আগে চেষ্টা করেছি অপরাধীকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে এই ঘটনায় মামলা দায়ের করেছে। আর শিক্ষার্থীদের দাবিগুলো খুবই যৌক্তিক। ইতিমধ্যে আমরা অটোরিকশা ক্যাম্পাসে নিষিদ্ধ করেছি এবং বাকি দাবিগুলো বাস্তবায়নে কাজ করছি।
এসআই/
মন্তব্য করুন