জাবি প্রতিনিধি: শীত মৌসুমের শুরুতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৈশপ্রহরী ও ক্যান্টিন-ডাইনিংয়ের কর্মচারীদের শীতবস্ত্র উপহার দিয়েছে ইসলামী ছাত্রশিবির জাবি শাখা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৯টায় থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন বিভাগ, হল, ক্যাফেটেরিয়া, টিএসিতে ঘুরে ঘুরে এ শীতবস্ত্র উপহার দেন।
শীতবস্ত্র উপহার কর্মসূচিতে নেতৃত্ব দেন জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হারুনুর রশিদ রাফি ও সম্পাদক মহিবুর রহমান মুহিব। এ সময় তাদের সঙ্গে ছিলেন প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাকি এবং সংগঠনটির একাধিক সমর্থক ও কর্মী।
এসময় সভাপতি হারুনুর রশিদ রাফি বলেন, ইতিমধ্যে আমাদের ক্যাম্পাসে শীতের আবহ শুরু হয়েছে। এই শীতের রাতে নৈশপ্রহরীরা অনেক কষ্ট করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দেন। ওনারা কষ্ট করে আমাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন। শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য আমাদের এই শীতবস্ত্র উপহার কর্মসূচি।
সাধারণ সম্পাদক মহিবুর রহমান মুহিব বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি নৈশপ্রহরী, ক্যান্টিন, ডাইনিংয়ের কর্মচারিরাও এই বিশ্ববিদ্যালয়ের অংশীজন। তাই তাদের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকবো। এটা শিবিরের নিয়মিত কাজ। ক্যাম্পাসে নৈশপ্রহরী হিসেবে যারা ঠাণ্ডার মধ্যে রাত জেগে দায়িত্ব পালন করেন, তাদের মধ্যে শীতবস্ত্র উপহার দিয়ে পাশে থাকার ন্যূনতম চেষ্টা।
এসআই/
মন্তব্য করুন