এডুকেশন টাইমস
২৯ এপ্রিল ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তীব্র তাপদাহের মধ্যে ঘন ঘন লোডশেডিং, ‘অতিষ্ঠ’ জাবি শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

রাজিব রায়হান, জাবি: গত কয়েকদিন ধরে সারাদেশে বইছে তীব্র তাপদাহ। এর মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে লোডশেডিং। ক্যাম্পাসে দিনে কমপক্ষে ৪ থেকে ৫ বার ঘণ্টাব্যাপী বিদ্যুৎ থাকছে না। ফলে তীব্র গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।

জানা যায়, দিনরাত মিলে প্রতিদিন ৪ থেকে ৫ ঘণ্টা লোডশেডিংয়ে কাটাতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও দৈনন্দিন কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। লোডশেডিং কমাতে কর্তৃপক্ষ স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে এখন প্রতিনিয়তই লোডশেডিং হচ্ছে। এতে প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের, ক্ষতি হচ্ছে তাঁদের পড়াশোনায়। এ ছাড়া রাতে লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের ঘুমাতে কষ্ট হচ্ছে। এভাবে অতিরিক্ত মাত্রায় লোডশেডিংয়ের কারণে নষ্ট হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তদারকির মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধান চান তাঁরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলাম বলেন, আমার মিড-টার্ম পরীক্ষা চলছে। সকাল থেকে ৫ থেকে ৬ বার লোডশেডিং হয়েছে। একেবারে অসহনীয় অবস্থা। এভাবে লোডশেডিং বাড়ায় পড়াশোনায় ব্যাপক সমস্যা হচ্ছে।

বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রিপন বারী বলেন, আমার দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষার মধ্যে বারবার লোডশেডিংয়ে পড়াশোনা তো ঠিকভাবে হচ্ছেই না বরং আমি অসুস্থ হয়ে পড়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) শরীফুল ইসলাম ভূইয়া বলেন, লোডশেডিং এখন জাতীয় সমস্যা। প্রচণ্ড তাপদাহে সারাদেশেই বিদ্যুতের চাহিদা বেড়েছে। কিন্তু পর্যাপ্ত জ্বালানির ঘাটতি থাকায় বিদ্যুতের উৎপাদন বাড়েনি। ফলে বিভিন্ন সময় লোডশেডিং দেখা দিচ্ছে। আর আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যুৎ কিনে সেটা ব্যবহার করে থাকি। এখানে আমরা নিজেরাও গ্রাহক হিসেবে কাজ করি। পল্লী বিদ্যুৎ অফিস থেকেই মূলত বিশ্ববিদ্যালয়ে বিদ্যুতের বণ্টন করা হয়। তাপদাহ একটু কমলে লোডশেডিংয়ের সমস্যা সমাধান হবে বলে আশা করছি।

বিশ্ববিদ্যালয় রেজিস্টার আবু হাসান বলেন, লোডশেডিং এখন একটি জাতীয় সমস্যা। আমরা তারপরেও বিদ্যুৎ অফিসে কথা বলেছি তারা যাতে অফিস টাইমে বিশেষ করে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লোডশেডিং না দেয়। তবে তারা চেষ্টা করছে যাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে লোডশেডিং না হয়।

উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১০

শীতের শুরুতেই জাবিতে নৈশপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিলো ছাত্রশিবির

১১

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

১২

‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

১৩

জাবিতে শিক্ষার্থীর মৃত্যু: দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

১৪

‘রাজশাহীর সমন্বয়ককে’ হাতুড়িপেটা করার অভিযোগ ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে

১৫

প্রেসি‌ডেন্ট’স রোভার স্কাউ‌টের সংবর্ধনা পেলেন বাকৃবির র‌বিউল

১৬

পাবিপ্রবিতে চোর সন্দেহে এক যুবক আটক

১৭

জবিতে আন্তঃবিভাগীয় খেলায় মারামারির জেরে ২ শিক্ষার্থী বহিষ্কার

১৮

জাবি শিক্ষার্থীর মৃত্যু বিশ্ববিদ্যালয় থেকে মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন

১৯

তিন শতা‌ধিক নেতাকর্মীকে ব‌হিষ্কার ও ৫ শতা‌ধিককে শোকজ: ছাত্রদল সম্পাদক

২০