পাবিপ্রবি প্রতিনিধি: চলমান তীব্র তাপপ্রবাহে পিপাসার্ত মানুষের তৃষ্ণার্ত হৃদয়ে শীতলতা ফিরাতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচ) শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাদের এ কার্যক্রম শুরু হয়। যা দিনব্যাপী চলমান থাকে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীসহ পথচারী, রিকশাচালক, বাসচালকের মাঝে লেবু, ট্যাং, চিনি ও বরফের মিশ্রিত সুপেয় শরবত বিতরণ করা হয়। তীব্র গরমে শরবত পান করতে পেরে খুশি হয়েছেন সাধারণ মানুষ।
এ সময় জব্বার নামের এক অটো চালক এডুকেশন টাইমসকে বলেন, ‘রোদের মধ্যে শিক্ষার্থীরা আমাদের কথা ভেবে ঠাণ্ডা পানি খাওয়াইছে আমরা খুব খুশি হয়েছি। তারা যেন সামনের দিনগুলোতেও এভাবে ফ্রীতে শরবত দিতে পারে এই দোয়া করছি।’
হানিফ নামের এক শিক্ষার্থী এডুকেশন টাইমসকে বলেন, ‘আমি খুবই খুশি এমন উদ্যোগের জন্য। এক গ্লাস শরবত খেয়ে ভালো লাগছে।সামনের দিনগুলোতে বাকি ডিপার্টমেন্টগুলোকেও আমার আহ্বান থাকবে যেন তারাও এমন উদ্যোগ নেন।’
তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি আয়োজকেরাও। তারা জানান, উষ্ণ তাপমাত্রার কারণে জনজীবন দুর্বিষহ। আমরা দেখেছি এই তাপমাত্রায় অনেকের মুখ শুকিয়ে গেছে। আমরা মুলত সেসব শুকিয়ে যাওয়া তৃষ্ণার্ত হৃদয়ে শীতলতা দেখার জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করেছি।
তারা আরও জানান, আশাকরি আমাদের দেখে ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীরা ও সামাজিক-সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলোও একইভাবে মানুষের পাশে দাঁড়াবেন।
এসআই/
মন্তব্য করুন