চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির আগে ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডোপ টেস্টের রিপোর্ট নেগেটিভ আসলেই ভর্তি বাতিল করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (৫ মে) চবি উপাচার্য প্রফেসর মো. আবু তাহেরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ডোপ টেস্টের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডোপ টেস্ট প্রক্রিয়া সম্পন্ন হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
ডোপ টেস্টের বিষয়টি নিশ্চিত করে চবি উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের গণমাধ্যমকে বলেন, মাদক আমাদের সমাজ, পরিবার ও সংস্কৃতিকে ধ্বংস করছে। তাই আমরা এ বছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছি। তারপরে আমরা পর্যায়ক্রমে আমাদের অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ধীরে ধীরে ডোপ টেস্টের আওতায় আনব।
সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌলা গণমাধ্যমকে বলেন, ‘আমরা দেশের স্বার্থে এই উদ্যোগ নিয়েছি। ছেলে এবং মেয়ে সব শিক্ষার্থীর ডোপ টেস্ট করা হবে। যদি কারও রিপোর্ট পজিটিভ আসে, তাহলে তিনি ভর্তি হতে পারবেন না।’
আরএন/
মন্তব্য করুন