হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়াজনে ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং কম্পিউটার সায়ন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের শিক্ষকদের জন্য ‘স্মার্ট বাংলাদশ বিনির্মাণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বাধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, রিসার্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিএসই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান। সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মাঃ তৌহিদার রহমান।
এ সময় ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ রচনা করার ঘোষণা দিয়েছেন। এই স্মার্ট বাংলাদেশ রচনা করার ক্ষেত্রে হাবিপ্রবির অবদান রাখার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ ২৪ বছরের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন এবং এই স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে সেই রূপরেখাও তিনি দেখিয়ে দিয়ে গেছেন। বাংলাদেশক তিনি সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী শক্তিদের দ্বারা জাতির পিতাকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে সোনার বাংলার প্রত্যয় থেকে আমরা বিচ্যুত হয়েছিলাম। সেই বিচ্যুতি থেকে কক্ষপথে ফিরে আসার কার্যক্রম শুরু হয় ১৯৯৬ সালে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। বিশেষ করে ২০০৯ সালে দ্বিতীয়বার সরকার গঠনের পরই তিনি প্রথম সফলভাব ডিজিটাল বাংলাদশ গঠনের পর স্মার্ট বাংলাদশ রচনা করার ঘোষণা দেন। এক্ষেত্রে, ২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন তা গঠনে আমাদেরকে অবশ্যই ভূমিকা রাখতে হবে।
এসআই/
মন্তব্য করুন