এডুকেশন টাইমস
৭ মে ২০২৪, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যবিপ্রবি ফিশারিজ ক্লাবের নেতৃত্বে মানজুরুল ও দোলেনুর

সহ-সভাপতি মো. মানজুরুল হাসান ও সাধারণ সম্পাদক এস এম দোলেনুর করিম

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) ফিশারিজ ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ফিশারিজ ক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মানজুরুল হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী এস এম দোলেনুর করিম।

মঙ্গলবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের চেয়ারম্যান অফিসে পূর্ব ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। উক্ত ভোটে মোট ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭ জন প্রার্থী এবং ভোটার সংখ্যা ছিলো ১৯৩ জন।

সকাল থেকেই বিভাগের অফিসের সামনে সকল বর্ষের শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য জড়ো হতে থাকেন। এ সময় ভোটের পরিবেশ নিয়ে জানতে চাওয়া হলে ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন আহমেদ বলেন, ‘খুবই সুন্দর উৎসবমুখর পরিবেশে আমাদের ক্লাবের ভোট অনুষ্ঠিত হচ্ছে। মূলত এই ভোট এখন একটি মিলন মেলায় পরিণত হয়েছে।’

প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সুমন আলী বলেন, ‘সকল বর্ষের শিক্ষার্থীরা আমরা একসাথে একটা সুন্দর ভোট উৎসব উপভোগ করছি। এটা আমাদের বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। আশা করছি প্রতি বছর এমন সুন্দর ভোট আমরা সবাইকে উপহার দিতে পারব।’

পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন। ফলাফলে দেখা যায় সহ-সভাপতি পদে সর্বোচ্চ ৬৬টি ভোট পেয়ে নির্বাচিত হন মানজুরুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে ৭৬টি ভোট পেয়ে নির্বাচিত হন এস এম দোলেনুর করিম।

এছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন সমীরণ কুমার সরকার (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ আবুল বশির (সাংগঠনিক সম্পাদক), মানবেশ রায় তন্ময় (কোষাধ্যক্ষ), আরিফ হোসেন (প্রচার সম্পাদক) এবং কার্যকরী সদস্য নির্বাচিত হন মোঃ হৃদয় হোসেন, তনুশ্রী অধিকারী তন্বী এবং মোঃ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত মণ্ডল বলেন, ‘খুবই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা নির্বাচন সম্পন্ন করলাম। আমি আশা করি এই নির্বাচনের মাধ্যমে আমাদের বিভাগের শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক ভাবধারা তৈরি হবে এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি হবে। যাতে তারা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে নেতৃত্ব দিতে পারে। এই নির্বাচনের মাধ্যমে যে কমিটি আমরা পেয়েছি তাদের এবং বিভাগের অন্য সকল শিক্ষার্থীদের প্রচেষ্টায় আমরা আমাদের বিভাগকে আরো সুন্দর করে গড়ে তুলবো এবং সারা বাংলাদেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনামকে বৃদ্ধি করার লক্ষ্যে আরো কাজ করবো।’

উল্লেখ্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন লাইসেন্স বিভাগটি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে চালু হওয়া চারটি বিভাগের মধ্যে একটি। বিভাগের শিক্ষার্থীদের ভিতরে নেতৃত্বের গুণাবলী তৈরি গণতান্ত্রিক ভাবধারা সৃষ্টি এবং বিভাগের শিক্ষাক্রমিক ও সহ-শিক্ষাক্রমিক কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করে বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ ক্লাব।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসকন নেতা চিন্ময় দাস শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

যাত্রাবাড়ীর কলেজে ছাত্রবেশে পরিকল্পিত হামলা, জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

ইবিতে দুই দিনব্যাপী শিক্ষা ও গবেষণা প্রদর্শনী

ভারতের সামভালে মসজিদকে ঘিরে রক্তক্ষয়ী সংঘাত, নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে

৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সংঘর্ষে কোনো শিক্ষার্থী নিহত হয়নি: ডিএমপি

বেরোবি’র শিক্ষক রব্বানীর বিরুদ্ধে অন্যের চাকরি নিজের নামে বাগিয়ে নেওয়ার অভিযোগ

মোল্লা কলেজে হামলাকারীরা আমাদের শিক্ষার্থী না- অধ্যক্ষ

চলমান ‘কলেজ দ্বন্দ্বে’ না জড়িয়ে শিক্ষার্থীদের সংযম প্রদানের নির্দেশ জবি প্রশাসনের

১০

শাবিপ্রবিকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বের করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

১১

শিক্ষা ও গবেষণায় আন্তজার্তিক মানের করার আশ্বাস ইবি উপাচার্যের

১২

জবির নতুন অর্থ পরিচালক ড. শেখ রফিকুল ইসলাম 

১৩

‘মেগা মানডে’: সংঘাতে রণক্ষেত্র মোল্লা কলেজ, আহত শতাধিক

১৪

ডিএমআরসি তে জিম্মি শতাধিক শিক্ষার্থী,গুরুতর আহত ৫০

১৫

লাখ টাকার লোভ দেখিয়ে শাহবাগে জনসমাগম করার নেপথ্যে কারা?

১৬

প্রথম আলো-ডেইলি স্টার ‘পুড়িয়ে’ নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ

১৭

জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থায় চাকরি, কর্মস্থল কক্সবাজার

১৮

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত 

১৯

ঢাকায় সমাবেশে নিতে কোটি টাকা সুদমুক্ত ঋণের প্রলোভন

২০