চুয়েট প্রতিনিধি:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মতো আয়োজিত হলো ইঞ্জিনিয়ারিং ফেস্ট। আমেরিকান সোসাইটি অফ ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার্স (এএসএমই), চুয়েট কর্তৃক আয়োজিত হলো এই অনুষ্ঠানটি ।
৮ জুন (শনিবার) চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রতিযোগিতার শুরুতেই ছিল এনভায়রনমেন্টাল কেস সলভিং কম্পিটিশন। যেখানে অংশ নেয় ১০টি দল। এরপর ছিল ৯০ সেকেন্ডের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা -যেখানে প্রতিযোগীরা তাদের চিন্তা ও বিভিন্ন সমস্যার নতুন সমাধান সম্পর্কে তাদের ধারণা উপস্থাপন করে। এরপর বিকালে ছিল ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং লিডারশিপ ও ইঞ্জিনিয়ারিং টু এন্টারপ্রেনরশিপ নামের তিনটি আলাদা আলাদা সেশন।
শেষ ধাপে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রতিযোগিতা দুটির বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের মডারেটর ড. মো. আমিনুল ইসলাম।
এসময় তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের সংগঠনটি সারাদেশে প্রথমবারের মতো এ ধরণের একটি আয়োজন সম্পন্ন করেছে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য আমি এএসএমই- এর সকল সদস্যকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক ও সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সানাউল রাব্বি এবং পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. আয়শা আক্তার ও অধ্যাপক ড. ফারজানা রহমান যুথী।
এএসএমই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের সভাপতি ফাহিম হোসাইন বলেন, এ বছরই প্রথম এএসএমই চুয়েটে এই ইঞ্জিনিয়ারিং ফেস্টের আয়োজন করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নতুন একটি ফেস্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ বেড়েছে। তাছাড়া নিজের ক্যারিয়ার নিয়ে ভাবার জন্য এই বিশ্ববিদ্যালয় জীবন একটা উপযুক্ত সময়। এই সব বিষয়গুলোকে মাথায় রেখেই এএসএমই এর এই আয়োজন।
আরএন/
মন্তব্য করুন