শাবিপ্রবি প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে সংগঠনটির ঈদ পুনর্মিলনী, বার্ষিক ম্যাগাজিন সায়রের ১১তম সংখ্যার মোড়ক উন্মোচন, পুসাব ষষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী, নবীন পুসাবিয়ান বরণ এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার (২১ জুন) দুপুরে পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজে পুসাবের ১০ম কার্যনির্বাহী কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল রুমানের সঞ্চালনায় অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পুসাবের উপদেষ্টা ও মা এগ্রো ফার্মার স্বত্তাধিকারী মোহাম্মদ নুরুল আলম, সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল হালিম, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শামিমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহন মিয়া বাচ্চু, পুসাবের সাবেক সভাপতি ও পুবালী ব্যাংক কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান, সাবেক সভাপতি ও কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হুসাইন আহমেদ আকাশ, জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মো. আল আমিন ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংকের কর্মকর্তা আরাফ আহমদ, সাবেক সভাপতি ও বিটিসিএলের সহকারী ব্যবস্থাপক সোহাগ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক বাদল হাজং বাপ্পি, এসইও স্পেশালিষ্ট রেহেনা পারভিন আন্নি, সাবেক সাধারণ সম্পাদক ও লিডিং ইউনিভার্সিটির প্রভাষক নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান সুজন, সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদসহ অবিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, কৃতি শিক্ষার্থী ও নবীন পুসাবিয়ান সবার উপস্থিতিতে অনুষ্ঠান সফল করার জন্য পুসাবের সভাপতি নুরুল আমিন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে শাবিপ্রবি শিক্ষার্থী নুসরাত জাহান জেরিনকে সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজবাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন পুসাবের ১০ম কার্যনির্বাহী কমিটির সভাপতি নুরুল আমিন।
উল্লেখ্য, উপজেলার উচ্চশিক্ষার মানোন্নয়নের ব্রত নিয়ে ২০১৪ সালের ৩০ জুলাই আত্মপ্রকাশ করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকেই নানাবিধ ইতিবাচক কর্মকান্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।
ইএইচ/
মন্তব্য করুন