কুবি প্রতিনিধি:
অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির ফেডারেশনের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকরা টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে কুবি শিক্ষক সমিতির সহ-সভাপতি কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, পেনশন স্কিম বাতিলের দাবিতে আমরা সারা বাংলাদেশের শিক্ষক আন্দোলন করছি। সরকার বা উচ্চ পর্যায়ের কারো সাথে এ ব্যাপারে আমরা এখনো কোনো আলোচনা হয়নি। আমরা আশা করবো, সরকার খুব দ্রুত ফেডারেশনের সাথে আলোচনা করে এ সমস্যা সমাধানের চেষ্টা করবে।
গত দুইমাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল এখন পূনরায় আবার বন্ধ, এটি শিক্ষার্থীদের উপর আলাদা করে প্রেশার সৃষ্টি করছে কি-না এ প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, উপাচার্য সিন্ডিকেট ডেকে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে আমরা ক্লাসে ফিরেছি। তবে এই আন্দোলনের জন্য যাতে আমাদের শিক্ষার্থীদের ক্ষতি না হয় সেজন্য সকল শিক্ষকদের নির্দেশ দিয়েছি তারা যেন শুক্র, শনিবার অনলাইনে ক্লাস নিয়ে পুষিয়ে দেয়
উল্লেখ্য, বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গত ৪ জুন এবং ২৫, ২৬ ও ২৭ জুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অর্ধদিবস এবং ৩০ জুন পূর্ণদিবস কর্মসূচি পালন করে।
ইএইচ/
মন্তব্য করুন