শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২০২৫ সালের ২৬ জানুয়ারি।
সোমবার (৮ জুলাই) এই সমাবর্তনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা জুনেদ আহমদ।
এর আগে গত ৪জুলাই সমাবর্তনের অনুমতির জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড.মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
উল্লেখ্য, এর আগে গত ২০২০ সালের ৮ জানুয়ারি তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনের সভাপতিত্ব করেন সাবেক রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ।
এসআই/
মন্তব্য করুন