প্রতিনিধি :
প্রকৌশল গুচ্ছের (চুয়েট, কুয়েট, রুয়েট) চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
আগামী ১৪-১৫ জুলাই প্রকৌশল গুচ্ছের চতুর্থ ধাপের ভর্তি ও ১ আগস্ট থেকে নতুন ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।
বর্তমানে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে চলমান বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি এবং দেশব্যাপী চলমান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি চুয়েটের পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল জানান, ভর্তি ও ওরিয়েন্টেশনের পরবর্তী সময়সূচি শিক্ষার্থীদের এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আগামী ১৪-১৫ জুলাই প্রকৌশল গুচ্ছের চতুর্থ ধাপের ভর্তি ও ১ আগস্ট থেকে নতুন ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।
এএকে /
মন্তব্য করুন