চবি প্রতিনিধি:
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নানা নৃশংস ঘটনার প্রতিবাদে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার (১৭ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ.বি.এম আবু নোমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি ও সহিংসতায় শিক্ষার্থীসহ কয়েকজন নিহত হয়েছেন এবং ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এসব অনাকাঙ্কিত নৃশংস ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অত্যন্ত উদ্বিগ্ন, মর্মাহত ও শোকাহত। চবি শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা এসব নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সহিংসতায় সকল নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি।
একই সাথে, কর্তৃপক্ষের কাছে সাম্প্রতিক পরিস্থিতিতে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার দাবি জানান। পাশাপাশি নৃশংস ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আরএন/
মন্তব্য করুন