যবিপ্রবি প্রতিনিধি:
গতকাল(২৮ জুলাই) রাতে ডিবি পুলিশের সদর দপ্তরে নিরাপত্তার স্বার্থে নিয়ে যাওয়া কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার বিষয়ে যে বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ রুপে প্রত্যাখ্যান করে বিবৃতি প্রকাশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ (২৯ জুলাই) দিবাগত রাতেই ৬ সমন্বয়কের বিবৃতি প্রকাশের পর পরই এই বিবৃতি দেয় যবিপ্রবি শিক্ষার্থীরা। বিবৃতিতে বলা হয়,
“জিম্মি করে অস্ত্রের মুখে ডিবি অফিসে হাতে স্ক্রিপ্ট ধরিয়ে জোর পূর্বক যে বিবৃতি দেওয়ানো হয়েছে তা আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। সকল শহীদ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর নির্যাতন – হয়রানির সুষ্ঠু বিচার ও আমাদের অন্যান্য সকল দাবিতে আমরা অবিচল আছি।”
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভাগ গুলো থেকেও স্বতন্ত্র ভাবে আন্দোলন প্রত্যাহারের বিবৃতিকে প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দিতে দেখা যায় এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে।
ইএইচ/
মন্তব্য করুন