এডুকেশন টাইমস ডেস্ক:
ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ফরিদপুর প্রেসক্লাবে ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গৃহীত কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেছেন আরমান শিকদার নামে এক শিক্ষার্থী।
তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের অন্যতম সমন্বয়ক বলে দাবি করেন। তবে, ফরিদপুরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রধান দুই সমন্বয়ক জেলে রয়েছেন বলে জানা যায়।
সংবাদ সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মোহাম্মদ আবু নাঈমসহ প্রশাসন ও গোয়েন্দা বিভাগের সদস্যরা।সংবাদ সম্মেলন চলাকালীন প্রেসক্লাবের বাইরে জেলা ছাত্রলীগের কিছুসংখ্যক নেতা-কর্মীকে অবস্থান দেখা যায়।
এ বিষয়ে ডিবির ওসি আবদুল মতিন গণমাধ্যমকে জানান, অনেক দিন সাংবাদিকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয় না, এ জন্য গিয়েছিলাম। সেসময় একটি সংবাদ সম্মেলন হচ্ছিল, ওই সংবাদ সম্মেলনে কী বলা হচ্ছে তা দেখে এলাম।
ইএইচ/
মন্তব্য করুন