যবিপ্রবি প্রতিনিধি: যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণাকারী চারজন শিক্ষার্থীকে কেউ চিনেন না। এটা আন্দোলনকে বিতর্কিত করার চক্রান্ত বলে অভিযোগ করেছেন যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা।
সোমবার (২৯ জুলাই) বিকেলে চারজন শিক্ষার্থী বিভিন্ন গণমাধ্যমের সামনে চলমান ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। ঐ চার শিক্ষার্থীর একজন ছাত্রলীগ কর্মী ও বাকি তিনজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের কেউ নন বলে দাবি করেন যশোরের সমন্বয়করা। চলমান ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ ও স্তব্ধ করতে সারাদেশের ন্যায় যশোরেও একটি মহল এমন নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেন সমন্বয়করা।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ও যশোরে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন সজীব হোসেন জানান, যারা কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত, আমাদের কেউ নয়।
এ বিষয়ে আগে থেকে আমরা জানিও না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজপথে ছিলাম। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে ছাত্রদেরকে বিভ্রান্ত করতে এধরণের প্রপাগান্ডা ছড়ানো হতে পারে। আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করিনি। আমরা শুনেছি কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে প্রথম থেকেই যুক্ত ছিলো এবং তারা প্রায় সবাই যবিপ্রবির শিক্ষার্থী। শুনেছি তারা সবাই এখনও আটক রয়েছে। তবে এখনও তাদের বিষয়ে আমরা সুনির্দিষ্ট কোন খবর পায়নি।
মন্তব্য করুন