এডুকেশন টাইমস ডেস্ক: তীব্র গরমে যখন হাঁসফাঁস করছে সবাই তখন রাস্তার পাশে ছায়ায় শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে একদল মাদরাসা ছাত্র। কোনো রিকশা বা গাড়ি আসলেই তা থামিয়ে চালক-যাত্রী সবার হাতে তুলে দিচ্ছে শরবতের গ্লাস।
এমনই ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলল গাজীপুর মহানগরের জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকার বাইতুল হিকমাহ একাডেমিতে । সাধারণত দলবেঁধে মাদরাসা ছাত্ররা গাড়ি থামালে মনে হয় যেন অর্থ সংগ্রহ বা দান চাওয়ার জন্য হাত পাততে দাঁড়িয়েছে কিন্তু এবার দেখা গেলো ব্যতিক্রম চিত্র।
বাইতুল হিকমাহ একাডেমির উদ্যোগে পথচারীদের জন্য বিনামূল্যে শরবতের ব্যবস্থা করা হয়েছে । যাতে তীব্র তাপদাহে সাধারণ মানুষের ক্লান্তি কিছুটা হলেও দূর হয়। মাদরাসা শিক্ষকদের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা যুবায়ের আহমাদ জানান, আপনারা জানেন বর্তমানে সারা দেশে তীব্র দাবদাহ চলতেছে। অনেকেই এই গরমে অনেক ক্লান্ত হয়ে যায় বিশেষ করে, রাস্তায় চলাচলকারীরা। তারা যেন পিপাসা মিটিয়ে সতেজতা ফিরে পায় সেজন্যই আমাদের এই শরবত বিতরণের উদ্যোগ ।
উল্লেখ্য, বাইতুল হিকমাহ একাডেমিতে ৪শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি স্কুলের মতোই সাধারণ বিষয়গুলো পড়ানো হয়। প্রতিষ্ঠানের জন্য শিক্ষার্থীদের হাত পাতা বা আর্থিক দান-অনুদান চাওয়া নিষেধ।
এবি/
মন্তব্য করুন