চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পথচলা ১৯৬৬ সাল থেকে শুরু হলেও এ পর্যন্ত চারটি সমাবর্তন হয়েছে। এবছর ৫ম সমাবর্তন করার অনুমতি প্রদান করেছেন রাষ্ট্রপতি।
গত (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ পারভেজ হাসান বিপিএএ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
রবিবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ।
তিনি বলেন, চিঠিটি ৩০ এপ্রিল ইস্যু হয়েছিল। আমরা এতদিন হাতে পাইনি। তাই অফিসিয়ালি প্রকাশ করতে পারিনি। চিঠিটি আজকে আমরা হাতে পেয়েছি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আগামী ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৫ম সমাবর্তন আয়োজনের অনুমতি ও এতে সভাপতিত্ব করার সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন।
এমতাবস্থায়, প্রযোজ্য ক্ষেত্রসমূহে রাষ্ট্রপতির কার্যালয়ের সাথে যোগাযোগ স্থাপনপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরএন/
মন্তব্য করুন