এডুকেশন টাইমস ডেস্ক:
চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকাল সোমবার দ্বিতীয় ধাপের নিশ্চায়নের সময়সীমা শেষ হয়।
ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ের আবেদনের নিশ্চায়ন না করলে নির্বাচন এবং আবেদন বাতিল হবে। তাদের ফিসহ ফের আবেদন করতে হবে।
নির্বাচিতদের ১২ জুলাই দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে। বুধবার (১০ জুলাই) পর্যন্ত তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। এবং এর ফলাফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়।
তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষ হওয়ার পর ১৫ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। ভর্তি কার্যক্রম শেষে ৩০ জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
ইএইচ/
মন্তব্য করুন