ডেস্ক রিপোর্ট: আজাবাইজানে দুর্ঘটনায় কবলিত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির খোঁজ মিলেছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
কিন্তু খবরে প্রেসিডেন্ট রাইসি এবং হেলিকপ্টারটিতে থাকা অন্যাদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এ প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে–হাশেম ছিলেন।
এর আগে রোববার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।
আরএন/রয়টার্স
মন্তব্য করুন