এডুকেশন টাইমস ডেস্ক:
অবশেষে জামিনে মুক্ত হলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জ। সোমবার (২৪ জুন) যুক্তরাজ্যের আদালত তাকে জামিন দেয়। এর আগে জুলিয়ান অ্যাসাঞ্জ দেশটির বালমার্স কারাগারে ১ হাজার ৯০১ দিন বন্দি ছিলেন। উইকিলিকসের এক এক্স বার্তায় এই খবর জানানো হয়েছে।
এর আগে ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন জাতীয় প্রতিরক্ষা বিভাগের গোপন তথ্য সংগ্রহ ও প্রকাশের অভিযোগ আনা হয়েছিল।
বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের যেসব গোপন তথ্য উইকিলিকস প্রকাশ করেছে, তা মানুষের জীবন বিপন্ন করার জন্য দায়ী।
এ অভিযোগে গত পাঁচ বছর ব্রিটিশ কারাগারে কাটিয়েছেন অ্যাসাঞ্জ। এই সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে গেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের সাথে স্বীকার করবেন এমন চুক্তিতে মুক্তি পেয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর একটি পোস্টে উইকিলিকস জানিয়েছে, ১ হাজার ৯০১ দিন ছোট একটি সেলে বন্দি থাকার পর সোমবার বেলমার্শ কারাগার থেকে বের হন অ্যাসাঞ্জ। এরপর বিকেলে তিনি স্ট্যানস্টেড বিমানবন্দরে যান, যেখানে তিনি একটি উড়োজাহাজে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যুক্তরাজ্য ত্যাগ করেন।
এছাড়া অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ এক্স-এ একটি পোস্টের মাধ্যমে অ্যাসাঞ্জের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলনে অংশ নেওয়া আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়েছেন।
২০১০ ও ২০১১ সালে ইরাক-আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক-কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলেন অ্যাসাঞ্জ। ফলে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি মামলার তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ।
পাঁচ বছর ধরে অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের কারাগারে আটক ছিলেন। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সমঝোতা চুক্তির শর্তমতে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কারাগারে থাকতে হবে না। এমনকি যুক্তরাজ্যের কারাগারে থাকার সময়কে তাঁর সাজা ভোগের সময় হিসেবেও বিবেচনা করা হবে।
ইএইচ/
মন্তব্য করুন