ডেস্ক রিপোর্ট:
নির্বাচনে প্রথম দফার ভোটে এগিয়ে থাকলেও দ্বিতীয় দফার ভোটে ফ্রান্সে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে কট্টর ডানপন্থি ন্যাশনাল র্যালি (আরএন)।
আনুষ্ঠানিক ফলাফল থেকে দেখা যাচ্ছে, দ্বিতীয় দফার ভোটে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিই) জয়ী হয়েছে এবং পার্লামেন্টে তারাই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। খবর বিবিসির।
নির্বাচনের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মধ্যপন্থী এসেম্বল জোট দ্বিতীয় অবস্থানে আছে এবং আরএন পার্টি এখন তৃতীয় অবস্থানে সরে গেছে। রোববারের এই ভোটে কট্টর-ডানপন্থী ন্যাশনাল ব়্যালিকে ঠেকাতে একজোট হয়ে লড়েছে বামপন্থী জোট দলগুলো।
প্রথম দফা ভোটে ডানপন্থিদের জয়ে উদার ও মধ্যপন্থীদের মধ্যে শঙ্কা তৈরি হয়। আরএন যেন দ্বিতীয় দফায় জয়ী হতে না পারে সেজন্য বামপন্থী জোট এবং ম্যাক্রোঁর জোটের মধ্যে আলোচনা হয়েছে। এই দুই জোট মিলে দুই শতাধিক প্রার্থীকে প্রত্যাহার করে নেন। আরএনের বিরুদ্ধে পড়া ভোটগুলো যেন একজনই পান সেজন্যই বাম ও মধ্যপন্থীদের। এ পন্থা পরবর্তীতে কাজে লেগেছে উভয় দলেরই।
তবে একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে এখন জটিলতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরএন/
মন্তব্য করুন