এডুকেশন টাইমস ডেস্ক: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সোনার হরিণ ধরতে প্রতি এক পদের বিপরীতে আবেদন করেন ২’শ জন প্রার্থী। গত পাঁচটি বিসিএস (সাধারণ) পরীক্ষার তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, যতগুলো পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে, তার চেয়ে ২০০ গুণ বেশি আবেদন জমা পড়েছিল।
সর্বশেষ ৪৬তম বিসিএস পরীক্ষায় পদের সংখ্যা ১ হাজার ১৪০টি। প্রাথমিকভাবে আবেদন জমা পড়ে ৩ লাখ ৩৮ হাজারের মতো। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে আবেদনসংখ্যা ছিল ৩ লাখ ৪৬ হাজার। ৪৪তম বিসিএসের আবেদন জমা পড়ে ২ লাখ ৭৬ হাজার ৭৬০টি। পদের সংখ্যা ছিল ১ হাাজর ৭১০টি।
এ ছাড়া ৪৩তম বিসিএসে ১ হাজার ৮১৪টি পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৩৫ হাজার ১৯০ জন। ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০টি পদের বিপরীতে পৌনে পাঁচ লাখ স্নাতক ডিগ্রিধারী আবেদন করেছিলেন। ৪২তম বিসিএস পরীক্ষায় বিশেষ শ্রেণির জন্য নেওয়া হয়েছিল।
এসআই/
মন্তব্য করুন