এডুকেশন টাইমস ডেস্ক: বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজার জেলার সদর ও কুতুবদিয়া উপজেলায় রেসিলিয়েন্স হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট টু দ্য ভালনারেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ (আরএইচএল) প্রকল্পে চার ক্যাটাগরির পদে চারজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সিভির ফরম্যাট পূরণ করে ই–মেইলে আবেদন পাঠাতে হবে।
১. পদের নাম: প্রজেক্ট কো–অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে বিজ্ঞান বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন/মিটিগেশনে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৬০,০০০ টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, মোটরসাইকেল, জ্বালানি বাবদ মাসে ৯,০০০ টাকা ও মুঠোফোন বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
২. পদের নাম: অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: অ্যাকাউন্টস/ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অ্যানালিটিক্যাল ও সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৪৫,০০০ টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, ভ্রমণ ভাতা বাবদ মাসে ৩,০০০ টাকা ও মুঠোফোন বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
৩. পদের নাম: টেকনিক্যাল অফিসার (এনভায়রনমেন্ট অ্যান্ড মনিটরিং)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভারনমেন্টাল সায়েন্সে চার বছর মেয়াদি স্নাতকসহ এনভায়রমেন্টাল সায়েন্স/এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং/জিওগ্রাফি/ডেভেলপমেন্ট স্টাডিজ/ডিজাস্টার ম্যানেজমেন্ট/ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট/জিআইএস অ্যান্ড রিমোট সেনসিং/কোস্টাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন/মিটিগেশনে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনসহ এসটিএটিএ, এসপিএসএসের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৫৫,০০০ টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, মোটরসাইকেল, জ্বালানি বাবদ মাসে ৯,০০০ টাকা ও মুঠোফোন বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
৪. পদের নাম: টেকনিক্যাল অফিসার (অ্যাকুয়াকালচার)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ বিষয়ে চার বছর মেয়াদি স্নাতকসহ অ্যাকুয়াকালচার, ফিশারিজ টেকনোলজি, ফিশ প্রসেসিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, ফিশ জেনেটিকস অ্যান্ড বায়োটেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন/মিটিগেশনে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অ্যাগ্রিকালচার সাপ্লাই চেইনে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৫৫,০০০ টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, মোটরসাইকেল, জ্বালানি বাবদ মাসে ৯,০০০ টাকা ও মুঠোফোন বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। কোস্ট ফাউন্ডেশনের ওয়েবসাইটের লিংক থেকে নির্ধারিত সিভির ফরম্যাট ডাউনলোডের পর তা পূরণ করে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ [email protected] এই ঠিকানায় ই–মেইল করতে হবে। সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।
আগামী ২৭ মার্চ ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে।
মন্তব্য করুন