এডুকেশন টাইমস ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল ঈদুল ফিতরের পর প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ফল প্রকাশের কাজ চলছে। ঈদের আগে যেহেতু আর বেশি দিন কর্মদিবস নেই তাই ঈদের আগে ফল প্রকাশ করা সম্ভব হবে না। আশা করছি ঈদের পর ফল প্রকাশ করতে পারব আমরা।
ঈদের পর কোন তারিখে ফল প্রকাশ করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ঈদের ছুটি শেষে অফিস খোলার পর বৈঠক করে আমরা তারিখ নির্দিষ্ট করব। এখন তারিখ নির্দিষ্ট না হলেও এপ্রিল মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে, এটা বলা যায়।
সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত (এমসিকিউ) পরীক্ষা ২৯ মার্চ অনুষ্ঠিত হয়।
এসআই/
মন্তব্য করুন