এডুকেশন টাইমস ডেস্ক: নিজেদের এজেন্ডা বাস্তবায়নে গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ সরকার জনপ্রশাসনকে ইচ্ছেমতো ব্যবহার করেছে। এই সময় “জনপ্রশাসন আর জনপ্রশাসন ছিল না”, সেটি পরিণত হয়েছিল লুটেরাদের সহযোগীতে। এমনটাই অভিযোগ জনপ্রশাসনের কর্মকর্তাদের।
তাদের দাবি, নতুন পটভূমিতে প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। জনপ্রশাসনের কর্মকর্তারা যাতে রাজনৈতিক কর্মীদের মতো আচরণ করতে না পারেন, সেটা আচরণবিধির বাস্তব প্রয়োগের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত “প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন: বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা” শীর্ষক সেমিনারে জনপ্রশাসনের কর্মকর্তারা এসব কথা বলেন।
সেমিনারে এইচএসসি পরীক্ষা পাসের করার পরই বিসিএস পরীক্ষা নেওয়াসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন কর্মকর্তারা।
অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন সংস্কারে গত ৪ অক্টোবর সাবেক সচিব আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে। কমিশনের কাছে সুপারিশ দেওয়া সামনে রেখে সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
সেমিনারে কর্মকর্তারা বলেন, আওয়ামী লীগ সরকার টানা চার মেয়াদে তিনটি বিতর্কিত নির্বাচন করেছে। জনপ্রশাসনকে হাতে রাখতে দলীয়করণ, গাড়ি-বাড়ি কিনতে ঋণসুবিধা, ইচ্ছেমতো পদোন্নতি দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে।
সেমিনারে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব থেকে শুরু করে মন্ত্রণালয় ও বিভাগের সচিবসহ প্রশাসন ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কথা বলেন। তাদের বেশিরভাগই বিগত সরকারের আমলে পদ-পদোন্নতি “বঞ্চিত” ছিলেন বলে জানা গেছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. হাফিজুর রহমান।
সুপারিশ
সেমিনারে কর্মকর্তারা নানা সুপারিশ তুলে ধরেন। জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন এইচএসসি পাস করার পরেই বিসিএস পরীক্ষার পক্ষে মতামত তুলে ধরেন।
দক্ষ জনপ্রশাসনের জন্য প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। একইসঙ্গে সাহসী কর্মকর্তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
১৯৮২ ব্যাচের কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার বলেন, অবিলম্বে প্রশাসনে শুদ্ধি অভিযান চালাতে হবে।
সাবেক যুগ্ম সচিব হারুনুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে উপসচিব এবং জেলা প্রশাসক (ডিসি) পদে যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের পদায়নের পক্ষে মত দেন। বর্তমানে ইউএনও পদে জ্যেষ্ঠ সহকারী সচিব এবং ডিসি পদে উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের পদায়ন দেওয়া হয়।
মূল প্রবন্ধেও নানা সুপারিশ উঠে আসে। এর মধ্যে রয়েছে বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) প্রক্রিয়ায় সংস্কার, নিয়োগপ্রক্রিয়ার শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা, যুগ্ম সচিব পর্যায় থেকে পরবর্তী বিভিন্ন স্তরে পদোন্নতির জন্য বিশেষ কোনো নৈর্ব্যক্তিক ও বুদ্ধিবৃত্তিক পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করা ইত্যাদি।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. আনোয়ার উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান।
এসএস/
মন্তব্য করুন