এডুকেশন টাইমস ডেস্ক:
বাংলাদেশ পুলিশ বাহিনীর ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদের কম্পিউটার দক্ষতা পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ২৬৯ পরীক্ষার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা ২৪ ও ২৫ জুন অনুষ্ঠিত হবে। ঢাকার উত্তরার স্কুল অব ইন্টেলিজেন্স, এসবি এবং রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থায় এক দিনে চার শিফট করে প্রার্থীদের এ পরীক্ষা নেওয়া হবে।
কম্পিউটার দক্ষতা পরীক্ষায় মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিং বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, ব্যাগ, ছাতা, ক্যামেরা, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে নেয়া যাবে না। পরীক্ষাকেন্দ্রে কোনো পরীক্ষার্থী অসুদপায় অবলম্বন করলে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার্থীকে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
ইএইচ/
মন্তব্য করুন