এডুকেশন টাইমস ডেস্ক: দেশের ১৩ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক লাখ মানুষ আটকা পড়েছে, মৃতের সংখ্যা ১৩। সবচেয়ে খারাপ অবস্থা তৈরি হয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন উপজেলায়। এমন পরিস্থিতিতে নিজ নিজ জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেটাররা। এবার সাংগঠিনকভাবে বন্যার্তদের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে তারা। বন্যার্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বর্তমানে বন্যা কবলিত মানুষদের নিয়ে আমরা ভাবছি। তাদের এই কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দেওয়ার বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। এই সংকটাপন্ন অবস্থা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতাই প্রয়োজন হবে, তার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করতে আমরা প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জিং সময়ে বিসিবি সহায়তা করতে নিবেদিত থাকবে এবং এ সংক্রান্ত কাজে প্রয়োজনীয় জোগান দিতে আমরা সমন্বয় অব্যাহত রাখব। এ কাজে আমরা সবাইকে আহ্বান করছি, যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।’
এসএস/
মন্তব্য করুন