এডুকেশন টাইমস
১৭ অক্টোবর ২০২৪, ২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণকবরে শায়িত ফয়সাল এইচএসসিতে পেলেন জিপিএ-৪.৩৫

এডুকেশন টাইমস ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. ফয়সাল। তিনি এই পরীক্ষায় জিপিএ-৪.৩৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ফলাফল ঘোষণার পর ওই দিন সন্ধ্যায় নিহত ফয়সালের পরিবার তার ফলাফল জানতে পারে।

ফয়সাল কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাচিসাইর গ্রামের সফিউল ইসলাম ওরফে রেজা মিয়ার ছেলে। তিনি রাজধানীর দক্ষিণখান এলাকার এস এম মোজাম্মেল হক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। একই প্রতিষ্ঠান থেকে এসএসসিও পাস করেন তিনি। সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি ঢাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। থাকতেন রাজধানীর আবদুল্লাহপুর এলাকার একটি ভাড়া বাসায়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে মোবাইল ফোনে এসব কথা জানান নিহত ফয়সালের মা হাজেরা বেগম।

তিনি বলেন, আমার ছেলেটা ভালো ছাত্র ছিল। ইন্টার পাস করেও দেখে যেতে পারল না। এই দুঃখ কিভাবে সামলাই। আমার বুকটা ফেটে যাচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বিকেলে ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আবদুল্লাহপুরের শ্যামলী পরিবহনের কাউন্টারে যাবেন বলে বাসা থেকে বের হন ফয়সাল। ওই দিন সন্ধ্যার পর তার মোবাইল নম্বরে কল করলে সেটি বন্ধ পান পরিবারের সদস্যরা। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ২৮ জুলাই দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এভাবে কেটে যায় ১২ দিন। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ১ আগস্ট বিকেলে আঞ্জুমান মুফিদুল ইসলামে খোঁজ নিলে সেখানে কর্মরতরা বেওয়ারিশ হিসেবে দাফন করা মরদেহগুলোর ছবি দেখান স্বজনদের। পরে সেখানে ফয়সালের মরদেহের ছবি দেখতে পান স্বজনেরা।

আঞ্জুমানে কর্মরত ব্যক্তিরা পরিবারের সদস্যদের বলেছেন, অন্তত ১৫টি মরদেহ এক সঙ্গে গণকবর দিয়েছেন তারা। এর মধ্যে ফয়সালও ছিলেন।

ফয়সালের তৃতীয় বোন রোজিনা আক্তার বলেন, আমাদের ছয় বোনের বিয়ে হয়ে গেছে। ফয়সাল ছিল সবচেয়ে বেশি আদরের। আমার সেই আদরের ভাইটাকে এভাবে প্রাণ দিতে হলো। আমার বাবা খুব অসুস্থ, কানে কম শোনেন। ফয়সাল পাস করেছে শুনে চোখের পানি ফেলছেন আর কারও সঙ্গে কথা বলছেন না। পরবর্তী সময়ে আমরা জানতে পেরেছি, পুলিশের গুলিতেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বলেন, ছাত্র আন্দোলনে নিহতদের মধ্যে দেবিদ্বার উপজেলার যারা নিহত হয়েছেন সবার পরিবারকে সহযোগিতা করা হয়েছে। নিহত ফয়সালের পরিবারকেও সহায়তা করা হয়েছে। তিনি যে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন বিষয়টি জানলাম এখন। আমি তার পরিবারের সঙ্গে আবার দেখা করে সহযোগিতা করার চেষ্টা করব।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

জবি ছাত্রদলের মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন 

নোবিপ্রবিতে ক্লাব প্রতিনিধি ও শিক্ষকদের অংশগ্রহণে পৃথক কর্মশালা অনুষ্ঠিত 

সহিংসতা প্রতিরোধের চেষ্টা করে প্রশংসায় ভাসছেন কবি নজরুলের তিন ছাত্রনেতা

সেন্ট গ্রেগরি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

জবি মার্কেটিং ক্লাবের সভাপতি জুনায়েদ সম্পাদক জাহিদুল

ইসকন নেতা চিন্ময় দাস শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

যাত্রাবাড়ীর কলেজে ছাত্রবেশে পরিকল্পিত হামলা, জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

ইবিতে দুই দিনব্যাপী শিক্ষা ও গবেষণা প্রদর্শনী

ভারতের সামভালে মসজিদকে ঘিরে রক্তক্ষয়ী সংঘাত, নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে

১০

৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

১১

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১২

সংঘর্ষে কোনো শিক্ষার্থী নিহত হয়নি: ডিএমপি

১৩

বেরোবি’র শিক্ষক রব্বানীর বিরুদ্ধে অন্যের চাকরি নিজের নামে বাগিয়ে নেওয়ার অভিযোগ

১৪

মোল্লা কলেজে হামলাকারীরা আমাদের শিক্ষার্থী না- অধ্যক্ষ

১৫

চলমান ‘কলেজ দ্বন্দ্বে’ না জড়িয়ে শিক্ষার্থীদের সংযম প্রদানের নির্দেশ জবি প্রশাসনের

১৬

শাবিপ্রবিকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বের করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

১৭

শিক্ষা ও গবেষণায় আন্তজার্তিক মানের করার আশ্বাস ইবি উপাচার্যের

১৮

জবির নতুন অর্থ পরিচালক ড. শেখ রফিকুল ইসলাম 

১৯

‘মেগা মানডে’: সংঘাতে রণক্ষেত্র মোল্লা কলেজ, আহত শতাধিক

২০