এডুকেশন টাইমস ডেস্ক: জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, দেশে ৫ হাজার ১৮৪টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। গতকাল বুধবার (২৬ জুন) সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে স্বতন্ত্র সদস্য নাসের শাহরিয়ার জাহেদীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
এসময় শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, দেশে বর্তমানে মাধ্যমিক বিদ্যালয় আছে ১৮ হাজার ৯৬৮টি।
স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর প্রশ্নের জবাবে মহিবুল হাসান চৌধুরী বলেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে ৮ হাজার ৩১৪টি, মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসার সংখ্যা ১৬ হাজার ১৭৯, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আছে ৬ হাজার ৮৮৯টি, দাখিল ও আলিম মাদ্রাসার সংখ্যা ৯ হাজার ২৯০, এমপিওভুক্ত দাখিল মাদ্রাসা ৮ হাজার ২২৯টি, এমপিওভুক্ত আলিম মাদ্রাসা ৮৫টি।
এসআই/
মন্তব্য করুন