ডেস্ক রিপোর্ট:
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সব বিষয়ে রাজপথে নেমে সমাধান সম্ভব নয়। কোটা নিয়ে নির্দেশনা দ্রুত আসবে। বুধবার উচ্চ আদালতে এ সংক্রান্ত একটি শুনানি রয়েছে। আশা করছি, সেখানে সমাধানযোগ্য কোনো আদেশ আসতে পারে।
কোটা বাতিল নিয়ে চলমান আন্দোলন প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
নতুন শিক্ষাক্রম নিয়ে মন্ত্রী বলেন, শুধুমাত্র জ্ঞানমুখী নয়, উদ্ভাবনী চিন্তায় রূপান্তর আনতেই নতুন শিক্ষা-কার্যক্রম তৈরি করা হয়েছে। শহরের অভিভাবকদের মাঝে এ বিষয়ে ভীতি লক্ষ্য করা যাচ্ছে।
আরএন/
মন্তব্য করুন