এডুকেশন টাইমস
১১ জুলাই ২০২৪, ১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রশ্নফাঁসে অভিযুক্ত রয়েছেন আরও ৫ জন

এডুকেশন টাইমস ডেস্ক:

রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ছয় কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। শুধুমাত্র এই ছয়জনই নন, প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির আরও পাঁচ কর্মকর্তা-কর্মচারীর নাম জড়িয়েছে।

তারা হলেন- পিএসসির পরিচালক এনামুল বশির, সহকারী পরিচালক আবদুর রউফ, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, অফিস সহায়ক ডন কুমার ও গাড়িচালক আতাউর রহমান। বিভিন্ন সময় ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত ছিলেন তারা।

পিএসসি সূত্রে জানা যায়, এই পাঁচজনকে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে এর আগে চাকরিচ্যুত করেছিল পিএসসি। পরবর্তীতে এনামুল বশির ও আবদুর রউফ প্রশাসনিক ট্রাইব্যুনাল ও আদালতের মাধ্যমে চাকরি ফিরে পেয়েছিল। অন্যদিকে, অফিস সহায়ক ডন কুমার ও গাড়িচালক আতাউর রহমান চাকরিচ্যুত হন দুই বছর আগে। সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় গত বছর অবসরে যান। অবসরে গিয়েও অনেকেই প্রশ্নফাঁসের সাথে জড়িত হন।

২০১০ সালে আবদুর রউফের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ ওঠে। ঐ ঘটনার মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পিএসসি তাঁকে সাময়িক বরখাস্ত করে। এরপর প্রশ্নফাঁসের সত্যতা প্রমাণিত হওয়ায় ২০১৩ সালে আবদুর রউফকে চাকরিচ্যুত করা হয়। পরে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে যান। আইনি প্রক্রিয়া শেষে চাকরি ফিরে পান গত বছর। এরপর প্রশাসনিক কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক হন তিনি।

তবে আবদুর রউফের দাবি,  সন্দেহবশত ২০১০ সালে গ্রেপ্তার হয়েছিলেন তিনি; কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

পিএসসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি দেওয়ার নামে পটুয়াখালী সদর উপজেলার ইমরুল ইসলামের কাছ থেকে ছয় লাখ টাকা নিয়েছিলেন অফিস সহায়ক ডন কুমার। যে কারণে ২০২২ সালে তাঁকে চাকরিচ্যুত করা হয়। পরে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন করেন। তাঁর মামলা এখনো চলমান রয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে পিএসসির গাড়িচালক আতাউর রহমানের বিরুদ্ধেও। দাপ্তরিক সূত্র বলছে, চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সলিল বরণ দাসের কাছ থেকে ১৪ লাখ টাকা নেন আতাউর। ২০২২ সালে এই ঘটনায় চাকরিচ্যুত করা হয় তাকে।

প্রসঙ্গত, ৫ জুলাই ১৭ জনকে রেলের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারকৃতদের ছয়জনই পিএসসির সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারী। এদের মধ্যে রয়েছেন- পিএসসির উপপরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, কর্মচারী (ডেসপাচ রাইডার) মো. খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম এবং সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী।

 

 ইএইচ/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

শীতের শুরুতেই জাবিতে নৈশপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিলো ছাত্রশিবির

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

জাবিতে শিক্ষার্থীর মৃত্যু: দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

‘রাজশাহীর সমন্বয়ককে’ হাতুড়িপেটা করার অভিযোগ ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে

প্রেসি‌ডেন্ট’স রোভার স্কাউ‌টের সংবর্ধনা পেলেন বাকৃবির র‌বিউল

পাবিপ্রবিতে চোর সন্দেহে এক যুবক আটক

জবিতে আন্তঃবিভাগীয় খেলায় মারামারির জেরে ২ শিক্ষার্থী বহিষ্কার

জাবি শিক্ষার্থীর মৃত্যু বিশ্ববিদ্যালয় থেকে মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন

১০

তিন শতা‌ধিক নেতাকর্মীকে ব‌হিষ্কার ও ৫ শতা‌ধিককে শোকজ: ছাত্রদল সম্পাদক

১১

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১২

কুবিতে খেলায় মারামারির ঘটনায় লিখিত অভিযোগ, তদন্ত কমিটি গঠন

১৩

ছাত্রাবাসে উঠতে ছাত্রদলের বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৭ শিক্ষার্থী আহত

১৪

কুবির সিন্ডিকেটে নতুন দুই মুখ

১৫

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা করবো: সিইসি নাসির

১৬

কুবির দুই হলের নাম পরিবর্তন ও এক হলের নতুন নামকরণ

১৭

বাকৃবিতে ডোপ টেস্ট বাধ‌্যতামূলক করা হ‌বে: বাকৃ‌বি উপাচার্য

১৮

২০২৫ সালে মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে ৭৬ দিন

১৯

১১ দফা দাবিতে বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়েছেন জাবি শিক্ষার্থীরা

২০