এডুকেশন টাইমস ডেস্ক:
চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।
সোমবার (২৯ জুলাই) বিকাল ৪টায় নগরের কোতোয়ালি থানার চেরাগী পাহাড় মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৩টা থেকে সেখানে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। পরে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।
বিকাল ৩টায় জামালখানে প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। কিন্তু পুলিশি তৎপরতায় সেখানে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারেননি তারা। এসময় জড়ো হলে তিনজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে শিক্ষার্থীরা চেরাগী পাহাড় মোড় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
ইএইচ/
মন্তব্য করুন