যবিপ্রবি প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে যশোরে।
আজ সকাল ১১ টা থেকে শহরের পালবাড়ি মোড়ে জড়ো হতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে গণমিছিলে যোগ দিতে দেখা যায় আইনজীবী, চাকুরিজীবী, দিনমজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে।
প্রায় পাঁচ হাজার ছাত্রজনতা মিছিল নিয়ে শহরের চাঁচড়া চেকপোস্ট-এর দিকে যাত্রা শুরু করে। ক্রমেই মিছিলে যোগদান করতে থাকে আশেপাশের সাধারণ জনগণ।
এসময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রতিবাদী পোস্টার এবং লেখনি দেখা যায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে যশোর-খুলনা-বেনাপোল-ঝিনাইদহ মহাসড়ক।
গণমিছিল চাচড়া চেকপোস্টে পৌঁছালে সেখানে শিক্ষার্থীরা একসাথে বিভিন্ন দেশাত্মবোধক গান এবং প্রতিবাদি শ্লোগানে মেতে ওঠেন।
এ সময় গণমিছিল থেকে যশোরের সমন্বয়ক বৃন্দ আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন। তারা জানান, আগামীকাল যশোরের ছাত্র-জনতা শহরের চাঁচড়া চেকপোস্ট থেকে মনিহার মোড় এর উদ্দেশ্যে গণমিছিল নিয়ে যাত্রা করবে।
আরএন/
মন্তব্য করুন