এডুকেশন টাইমস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনন্ত ২০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ রোববার (৪ আগস্ট) দুপুরে একই স্থানে কর্মসূচি পালনের চেষ্টা করায় সেখানে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর সেখানে সংঘর্ষের শুরু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নিউমার্কেট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনা প্রায় ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ আওয়ামী লীগ একই সময়ে কর্মসূচি পালনের চেষ্টা করায় সেখানে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর সেখানে সংঘর্ষের শুরু হয়।
আজ সকাল ১১টায় নিউমার্কেট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় আন্দোলনকারী ও আওয়ামী লীগ।
উভয়পক্ষই নিউমার্কেটে অবস্থান নেওয়ার চেষ্টা করলে রাইফেলস ক্লাব এলাকায় এই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নন্দনকাননের দিক থেকে মিছিল নিয়ে নিউমার্কেটের দিকে আসতে শুরু করেন। এর আগেই আন্দোলনকারীরা নিউমার্কেট এলাকায় অবস্থান নেয়। উভয়পক্ষ অবস্থান নেওয়ায় সেখানে সংঘর্ষের সূত্রপাত হয়।
এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মকর্তারা জানিয়েছিলেন, যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পেশাগতভাবে দায়িত্ব পালন করবেন।
এসআই/
মন্তব্য করুন