এডুকেশন টাইমস
২ এপ্রিল ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যেসব আলামতে চেনা যাবে লাইলাতুল কদর

আব্দুল্লাহ আল বাকী: শবে কদর বা লাইলাতুল কদর হাজার হাজার মাসের সেরা রাত হিসেবে কুরআনে উল্লেখ করা হয়েছে। ‘শবে কদর’ শব্দটি ফারসি। শব মানে রাত আর কদর মানে সম্মান, মর্যাদা, ভাগ্য ইত্যাদি। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত বা ভাগ্যরজনী। যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সে রাতকেই লাইলাতুল কদর বলা হয়।

আল্লাহ তাআলা বলেন: شَهۡرُ رَمَضَانَ الَّذِیۡۤ اُنۡزِلَ فِیۡهِ الۡقُرۡاٰنُ অর্থ: রমাযান মাস- যার মধ্যে কুরআন নাযিল করা হয়েছে (সুরা বাকারা: ১৮৫) আবার সুরা কদরে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে। আপনি কি জানেন, মহিমাময় কদর রজনী কী? মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ হজরত জিবরাইল আলাইহিস সালাম সমভিব্যাহারে অবতরণ করেন; তাঁদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে, সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এই শান্তির ধারা চলতে থাকে উষা পর্যন্ত। (আল কদর: ১-৫)

উপরের আয়াত অনুযায়ী লাইলাতুল কদর কেউ পেয়ে গেলে সেই রাতের ইবাদাত হাজার মাস ইবাদাত করার চেয়ে উত্তম। কেউ কেউ বলেন, তা প্রায় ৮৪ বছরের ইবাদতের সমপরিমানের সওয়াব ।

রাসুল সা. লাইলাতুল কদর রমজানের শেষ দশকে খুঁজতে বলেছেন। তিনি বেজোড় রজনীগুলো এই মহান রজনী তালাশ করার জন‌্য উম্মতকে উৎসাহিত করেছেন। রাসুল (সা.) বলেছেন, ‘আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে তা তালাশ করো।’

নিশ্চিতভাবে বলা যায় না কোন রাতে লাইলাতুল কদর পাওয়া যাবে তবে কিছু আলামতের মাধ‌্যমে লাইলাতুল কদর চেনা যেতে পারে ।

১ . এ রাতটি রমজান মাসে।

২. এ রাতটি রমজানের শেষ দশকে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, রমজানের শেষ দশদিনে তোমরা কদরের রাত তালাশ কর। (সহিহ বোখারি)

৩ . আর এটি রমজানের শেষ দশকের বেজোড় রাতে হওয়ার সম্ভাবনা বেশি ।

৪. রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।

৫. নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।

৬. মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।

৭. সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।

৮. কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।

৯. ওই রাতে হালকা বৃষ্টি বর্ষণ হতে পারে।

১০ . সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত। (সহিহ ইবনু খুজাইমা: ২১৯০; বোখারি: ২০২১; মুসলিম: ৭৬২)

লেখক: আব্দুল্লাহ আল বাকী
এমটিআইএস (দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ), ইসলামী বিশ্ববিদ‌্যালয়, কুষ্টিয়া

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইউটির তিন শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

ছাত্রলীগ: মিছিল ৭ মিনিটের, আটক ৫

৩৭ বছর পর কমার্স কলেজে প্রকাশ্যে শিবির, আয়োজন করল নবীণবরণ

এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১ শতাংশ

ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা

এবতেদায়ি মাদ্রাসাকে লালন করতে না পারলে ইসলামি শিক্ষা অসম্ভব: ধর্ম বিষয়ক উপদেষ্টা

ববিতে এখনও বদলায়নি শেখ হাসিনা ও তার পরিবারের নামে হল ও লাইব্রেরি

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে

১০

বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটে ৯ মাসে বন্ধ দুইশ কারখানা

১১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের নেতৃত্বে রায়হান-রাশেদুল

১২

কোনো পুলিশ সদস্যকে অযথা ভিকটিমাইজ করা হবে না: আইজিপি

১৩

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

১৪

৮ মাসে হাফেজ হলেন ৮ বছরের ওমর

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু, চলবে ৩ রুটে

১৬

পাবিপ্রবিতে জুলাই বিপ্লবের শহীদের নামে ফুটবল টুর্নামেন্ট

১৭

চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেয়ার আহ্বান উপদেষ্টা আসিফের

১৮

শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের নামে স্মরণসভা করার নির্দেশ

১৯

হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নই আসে না: সারজিস

২০