নিউজ ডেস্ক:
ফুল-ফান্ডেড স্কলারশিপের অধীনে মাস্টার্স বা স্নাতকোত্তর প্রোগ্রামে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালের (এসআই স্কলারশিপ) আওতায় বৃত্তি প্রদান করা হবে। ৭৫০টিরও বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ প্রদান করে থাকে এসআই। স্কলারশিপের জন্য নির্বাচিত হলে ২০২৫ সালের অটাম সেমিস্টারে পড়ালেখা শুরু করবেন প্রার্থী।
স্কলারশিপের সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা লাইফস্টাইলের জন্য প্রতি মাসে ১২ হাজার সুইডিশ ক্রোনার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩২৬ টাকা) পাবেন। সঙ্গে থাকছে স্বাস্থ্যবিমা এবং ভ্রমণভাতা হিসাবে ১৫ হাজার সুইডিশ ক্রোনার। এছাড়াও থাকছে এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ অর্জনের সুযোগ।
আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ ও স্নাতক ডিগ্রিধারী, সিভি, রেফারেন্স, মোটিভেশন ইত্যাদির ওপর প্রেজেন্টেশন ভালো হতে হবে। স্নাতকোত্তরের যে কোর্সের জন্য আবেদন করবেন, সেটি অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যথাযথ যোগ্য হতে হবে। এছাড়া একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা ও জানুয়ারি ২০২৫-এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে প্রার্থীকে। তবে যারা আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে কোনো ডিগ্রি নিয়েছেন, তাদের আবেদনের কোনো প্রয়োজন নেই।
প্রয়োজনীয় কাগজপত্র: আগ্রহী প্রার্থীকে সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে সিভি, লেটারস অব রেফারেন্স, কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণাদি এবং পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের কপি ও মোটিভেশনাল লেটার প্রদান করতে হবে।
আবেদন করতে এখানে- ক্লিক করুন
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদনের সময়সীমা: আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০২৫।
/ইএইচ
মন্তব্য করুন