এডুকেশন টাইমস
৯ মার্চ ২০২৪, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কলারশিপসহ চীনে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ, সঙ্গে থাকছে লাখ টাকার বৃত্তি

প্রতীকী ছবি

এডুকেশন টাইমস ডেস্ক: উন্নত শিক্ষাব্যবস্থা ও জ্ঞানে-বিজ্ঞানে বিশ্বের নতুন পরাশক্তি চীন। এবার সেই দেশটির সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে ২৭টি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ১ অথবা ২ বছর মেয়াদি স্নাতকোত্তর এবং ৩ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। চীনের মিনিস্ট্রি অব ফাইন্যান্সের অর্থায়নে ‘মফকম’ স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে সহজে ভর্তি, আকর্ষণীয় স্কলারশিপ এবং শিক্ষা শেষে চাকরির সুযোগ থাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই এখন দেশটিতে যেতে উৎসুক। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষায় পছন্দের গন্তব্য হয়ে উঠেছে চীন।

সুযোগ-সুবিধা:

১. সম্পূর্ণ টিউশান ফি প্রদান করবে।

২. স্নাতকোত্তরের জন্য বছরে ৩৬ হাজার ইউয়ান (বাংলাদেশী টাকায় প্রায় ৫ লাখ ৫৬ হাজার টাকা) ভাতা প্রদান করবে।

৩. পিএইচডিতে ৪৮ হাজার ইউয়ান (বাংলাদেশী টাকায় প্রায় ৬ লক্ষ ৪৯ হাজার টাকা)  ভাতা প্রদান করবে।

৪. স্থানান্তর ভাতা হিসেবে এককালীন ৩ হাজার ইউয়ান প্রদান করবে।

৫. বিনামূল্যে ক্যাম্পাসে আবাসন সুবিধা প্রদান করবে।

৬. বই এবং ট্রেনিংসামগ্রী ভাতা প্রদান করবে।

৭. গবেষণা সহায়তা প্রদান করবে।

৮. মেডিকেল ইনস্যুরেন্স প্রদান করবে।

৯. চীনে যাতায়াতের বিমান টিকিট প্রদান করবে (১ বছরের বেশি সময়ের কোর্স হলে, প্রতিবছর একবার ভ্রমণের জন্য যাতায়াতের বিমান টিকিট)।

উল্লেখ্য, প্রথম বছরের পর বাৎসরিক রিভিউ হয় এবং সেখানে সন্তোষজনক ফল করলেই দ্বিতীয় বছরের জন্য স্কলারশিপ পান শিক্ষার্থীরা।

আবেদনের যোগ্যতাসমূহ:

১. সরকারি কর্মচারী, রিসার্চ ফেলো এবং ব্যবস্থাপনা খাতে ৩ বছর কাজ করা এবং ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করা অভিজ্ঞ প্রফেশনালরা আবেদন করতে পারবে।

২. বাংলাদেশের নাগরিক হতে হবে।

৩. বয়স ৪৫ বছরের কম হতে হবে।

৪. আইইএলটিএস স্কোরে ৬ পয়েন্ট থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

১. পাসপোর্ট সাইজের ছবি।

২. পাসপোর্টের কপি।

৩. আবেদনকারীর জীবনবৃত্তান্ত/ একাডেমিক সিভি।

৪. স্টেটমেন্ট, গবেষণা প্রস্তাবনা এবং ক্যারিয়ার ভাবনা

৫. নোটারি কর্তৃক সত্যায়িত সব নম্বরপত্র এবং সার্টিফিকেট।

৬. দুটি রিকমেন্ডেশন লেটার, এবং প্রফেশনাল রিকমেন্ডেশন

৭. ইংরেজি ভাষা দক্ষতার প্রমানপত্র (আইএলটিএস)

৮. ফরেন মেডিকেল সার্টিফিকেট।

৯. বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র।

১০. স্কলারশিপের জন্য আবেদনপত্র (পূরণ করা)।

আবেদন প্রক্রিয়া:

স্কলারশিপের জন্য দুইভাবে আবেদন করা যায়। সংশ্লিষ্ট দেশের শিক্ষা মন্ত্রণালয় এবং দূতাবাসের মাধ্যমে আবেদন করা যায়। আবার সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়। বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। দূতাবাসের স্কলারশিপ থাকে নির্দিষ্ট এবং প্রতিযোগিতামূলক।

আবার কোনও বিশ্ববিদ্যালয়ে শুধু অনলাইনে আবেদন করলেই হয়, আবার কোথাও অনলাইনের আবেদনের সঙ্গে হার্ডকপিও পাঠাতে হয়। স্কলারশিপের আবেদন সংক্রান্ত সবকিছু ওয়েবপেজে উল্লেখ থাকে।

আবেদন করতে এবং মফকম স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০