এডুকেশন টাইমস ডেস্ক:
‘রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি)’ আওতায় অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং পিএইচডি স্নাতকোত্তরে স্কলারশিপ দেওয়া হচ্ছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সুযোগ–সুবিধাসমূহ:
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান
*আবাসন ব্যবস্থা
*মাসিক হাত খরচ প্রদান
*গবেষণামূলক কাজের জন্য প্রয়োজনীয় খরচ সহ বছরে ৪০,১০৯ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩১ লাখ ১৮ হাজার ৯১৮ টাকা ) প্রদান।
যোগ্যতা ও শর্তাবলী:
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
* গবেষণা পরিচালনার যোগ্যতা থাকতে হবে।
* সিডনি বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা বা পিএইচডি স্নাতকোত্তরের অফার লেটার থাকতে হবে।
* গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে।
*আইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
* পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক পেপারস।
* মোটিভেশন লেটার।
* রিসার্চ প্রপোজাল।
* রেফারেন্স লেটার।
* সিভি।
* আইএলটিএস একাডেমিক স্কোর বা টোয়েফল স্কোর।
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা- ১৩ সেপ্টেম্বর ২০২৪।
ইএইচ/
মন্তব্য করুন