এডুকেশন টাইমস
১০ জুলাই ২০২৪, ১১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্য কমনওয়েলথ ফেলশিপে আবেদন শুরু, মাসে দেওয়া হবে তিন লক্ষ টাকা 

এডুকেশন টাইমস ডেস্ক:

তিন মাস মেয়াদে থিম্যাটিক ফেলোশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েল। কমনওয়েলথ ভুক্ত নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর মিড- ক্যারিয়ার পেশাদাররা আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। পেশাগত উন্নয়নে যুক্তরাজ্যর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে হবে এ সকল ফেলোদের। ফেলোশিপটিতে আবেদনের সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। 

পেশাদারদের নিজ সেক্টরে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে এই ফেলোশিপ দেয়া হয়। এই ফেলোশিপের উল্লেখযোগ্য কয়েকটি দিক রয়েছে-

১. এই ফেলোশিপে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই।

২. আইইএলটিএস ছাড়াও পারবেন এই ফেলোশিপের জন্য।

৩. পাসপোর্ট না থাকলে ছবিযুক্ত জাতীয় পরিচয় পত্র দিয়ে আবেদন করতে পারবেন এই ফেলোশিপের জন্য  জন্য।

এই ফেলোশিপের সুযোগ-সুবিধাসমূহঃ

* ফেলোশিপ প্রোগ্রাম চলাকালীন ২০৫৭ পাউন্ড (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৩ লক্ষ ৯ হাজার ৫৮৩ টাকা) প্রতিমাসে ভাতা প্রদান করা হবে।

* ফেলোশিপ চলাকালীন বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহণ করবার জন্য ভ্রমণভাতা ভাতা প্রদান করা হবে।

* আবাসন ভাতার সুবিধা রয়েছে।

* রাউন্ড এয়ারটিকেটের সুবিধা প্রদান করা হবে।

* এছাড়া পোশাক ভাতা, স্ট্যান্ডার্ড ভিসা ফি প্রদানসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনকারীর যে সকল যোগ্যতা প্রয়োজনঃ

* উক্ত প্রোগ্রামের জন্য আবেদনকারীকে অবশ্যই একটি কমনওয়েলথ দেশের নাগরিক হতে হবে বা আবেদনকারীকে একটি কমনওয়েলথভুক্ত  দেশের শরণার্থী হিসাবে স্বীকৃত হতে হবে।

* অন্তত ৫ বছরের ফুলটাইম/ পার্ট-টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

* আবেদনের সময় আবেদনকারীকে অবশ্যই চাকরিরত অবস্থায় থাকতে হবে।

* স্নাতক ডিগ্রীধারী হতে হবে।

আবেদনের জন্য  প্রয়োজনীয় নথিপত্রঃ

• আবেদনকারীর পাসপোর্ট/ছবিযুক্ত ন্যাশনাল আইডিকার্ড থাকতে হবে।

• আবেদনকারীর সিভি তৈরি থাকা প্রয়োজন।

• আবেদনকারীর একাডেমিক পেপারস।

• ফেলোশিপ আবেদন ফরম।

• পার্সোনাল স্টেটমেনট।

• রেফারেন্স লেটার তিনটি (তাদের মধ্যে একটি অবশ্যই প্রার্থীর বর্তমান নিয়োগকর্তা হতে হবে)।

• চারটি অংশে একটি উন্নয়ন ইমপ্যাক্ট স্টেটমেন্ট প্রদান করতে হবে।

• অন্যান্য পেপারস (যদি থাকে)।

 

ইএইচ/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১০

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

১১

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

১২

সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির

১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১৪

শীতের শুরুতেই জাবিতে নৈশপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিলো ছাত্রশিবির

১৫

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

১৬

‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

১৭

জাবিতে শিক্ষার্থীর মৃত্যু: দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

১৮

‘রাজশাহীর সমন্বয়ককে’ হাতুড়িপেটা করার অভিযোগ ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে

১৯

প্রেসি‌ডেন্ট’স রোভার স্কাউ‌টের সংবর্ধনা পেলেন বাকৃবির র‌বিউল

২০