এডুকেশন টাইমস ডেস্ক:
শরৎকালীন সেমিস্টারে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা শুরু করতে যাওয়া ১২০ জন বাংলাদেশি শিক্ষার্থীর জন্য প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) সেশনের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার এডুকেশন ইউএসএ দল।
বুধবার (১০ জুলাই) ইএমকে সেন্টারে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি স্বাগত বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
স্টিফেন ইবেলি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসকে সমৃদ্ধ করেছে এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করেছে। গত বছর বাংলাদেশ থেকে ১৩ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেছেন, যা এ যাবতকালের রেকর্ড। ফলে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর তালিকায় ১৩তম দেশে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ।
এডুকেশনইউএসএ-এর উপদেষ্টা জোনাথান গোমেজ বলেন, যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ হচ্ছে এডুকেশন ইউএসএ, যা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহীদের সব ধরনের সহায়তা করে থাকে। যুক্তরাষ্ট্রে পড়তে যাচ্ছে এমন একশ’র বেশি শিক্ষার্থীকে শুধু প্রস্তুতির জন্যই তাদের সাহায্য করছি না, তাদের এই বিজয়টাকে উদযাপনও করছি।
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যেতে আগ্রহীদের সব রকমের তথ্য এবং যেকোনো অনুসন্ধানের জন্য আমাদের বিশ্বাসযোগ্য উৎস হলো এডুকেশন ইউএসএ।
দূতাবাসের কনস্যুলার সেকশনের কর্মকর্তারা বলেন,শি ক্ষার্থীদের সুবিধার্থে আমরা যথাসম্ভব ইন্টারভিউ ডেট দেওয়ার চেষ্টা করি। সুপার ফ্রাইডে’র মতো আয়োজনও করা হয়ে থাকে, সেক্ষেত্রে দূতাবাসের ফেসবুক পেজে চোখ রাখতে হবে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভর্তি কর্মকর্তা, বর্তমান এবং সাম্প্রতিককালে পড়াশোনা শেষ করেছেন এমন শিক্ষার্থীদের প্রতিনিধিরা বক্তব্য দেন।
বাংলাদেশে এডুকেশনইউএসএ-এর পরামর্শমূলক পরিষেবা এবং রেফারেন্স উপকরণ দেশের বিভিন্ন স্থানে পাওয়া যায়, এর মধ্যে রয়েছে আমেরিকান সেন্টার, যুক্তরাষ্ট্র দূতাবাস, গুলশানের অ্যাডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস এবং চট্টগ্রামে আমেরিকান কর্নার।
ইএইচ/
মন্তব্য করুন