এডুকেশন টাইমস
৬ আগস্ট ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজয় পরবর্তী কর্মকাণ্ড, শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা

রুমি নোমান

শিক্ষার্থী-জনতার এক অভূতপূর্ব প্রতিরোধের মুখে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হয়েছে। পতন পরবর্তীতে ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনাও পরিলক্ষিত হয়েছে। তবে এর মাঝে বেশিরভাগ ঘটনাই সরকার দলীয়দের বাড়ি কিংবা অফিস ভাঙচুর-আগুন দেওয়ার বিষয়টি উল্লেখযোগ্য।

কিন্তু এই ধরনের কর্মকান্ড কিন্তু এদেশে নতুন নয়। সরকার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন সময়ে আমরা এসব বিষয় লক্ষ্য করেছি বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর জুলুম-নিপীড়নের চিত্র পত্রিকার পাতায় খুঁজলেই পাওয়া যায়।

তবে আওয়ামী সরকারের প্রতি এবারে মানুষের ক্ষোভ পুঞ্জিভূত হয়েছিল দীর্ঘদিন ধরে। তারা ক্ষমতায় এসে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের নাম পরিবর্তন করলো। শেখ হাসিনার চাচা আবু নাছের সেটির নামকরণ করা হয়েছে। ভাষানী নভোথিয়েটার হয়ে গেলো বঙ্গবন্ধুর নামে। এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে, মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে যারা অগ্রগামী ছিলের তাদের অবহেলার পাত্র হতে হয়েছে।

যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে অভ্যুত্থান ঘটিয়েছে তা পুরোপুরি গণ আন্দোলনের ফলাফল। যেখানে বিভিন্ন রাজনৈতিকদলের নেতাকর্মীদের অংশগ্রহণও অস্বীকার করবার মতো নয়।

আন্দোলনের নেতৃবৃন্দ সম্প্রীতি ও সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গঠনের কথা জানালেও দেশের প্রতিটি স্থানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা অসম্ভবই বটে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়র ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই বিভিন্ন লুটতরাজের ঘটনা। বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠান লুট করে মুক্তিবাহিনী তাদের খরচ মেটাতেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশনা ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে এ রকম কিছু ঘটনার উল্লেখ আছে। এ ছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রয়াত উপদেষ্টা আকবর আলি খানও ‘পুরানো সেই দিনের কথা’ বইয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মুক্তিযুদ্ধে ব্যবহার করার বিবরণ দিয়েছেন।

এছাড়া বিভিন্ন দেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাস ঘাটলেও আমরা এমন পরিস্থিতি দেখতে পাই। যা নিন্দনীয় হলেও, আইনশৃঙ্খলা বাহিনীর পরাজয়ের কারণে দ্রুতই তা প্রতিরোধের সুযোগ থাকে না। তবে আমরা শিক্ষার্থীসহ বিভিন্ন মহলকে অভ্যুত্থান পরবর্তী এসব হামলা ঠেকাতে মাঠে সদৃশ্য তৎপরতা দেখতে পেয়েছি।

কিন্তু দেশের এই দ্বিতীয় স্বাধীনতার পর আমরা শিক্ষার্থীদের থেকে বড় ধরনের কোনো লুটতরাজের খবর পাইনি। বরং সংসদ সহ বিভিন্ন স্থানের লুট হওয়া সম্পদ ও অর্থ তারা সেনাবাহিনীকে ফেরত দিয়েছেন।

এখন যে বিষয়টি পরিলক্ষিত হচ্ছে, তা হলো বিভিন্ন স্থানে নানা ধরনের গুজব রটছে। সোশ্যাল মিডিয়া সহজ লভ্য হওয়ায় তা ছড়িয়ে যাচ্ছে সবার মাঝে।

শিক্ষার্থীরাও অনেকে আতঙ্কগ্রস্থ হয়ে এসব পোস্ট শেয়ার করছেন। কিন্তু দেখুন, এখন পর্যন্ত দেশের যেসকল ক্যাম্পাস আন্দোলনকারীদের দখলে গিয়েছে সেসব স্থানে কোনো সহিংসতা কিংবা লুটপাটের ঘটনা কি ঘটেছে? কোথাও সাধারণ কোনো শিক্ষার্থীর কি ক্ষতি করা হয়েছে? আমরা জানা মতে উত্তরটা না বোধক।

তারপরও কিছু জায়গায় আন্দোলনকারীদের বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ ও শিক্ষার্থীদের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি সংঘঠিত গোষ্ঠী।

অন্তবর্তীকালীন সরকার গঠনের পরও পুরো দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে কিছুদিন সময় লাগবে। এসময়টা সাধারণ শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও প্রতিষ্ঠানে দৃড় অবস্থান তৈরি করাই হবে বর্তমান কর্তব্য। এছাড়া নিজের আশপাশের অসহায় মানুষদের খোঁজ নেওয়া ও তাদের সহায়তা করাও তাদের অন্যতম দায়িত্ব।

দেশ যেহেতু দীর্ঘদিন একক শাসনের কবল থেকে মুক্ত হয়েছে, সেহেতু এখন সময় দেশকে সঠিক পথে পরিচালিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। এজন্য কোনো গুজব যেনো নিজেদের মাধ্যমে কিংবা আতঙ্কগ্রস্থ হয়ে অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে সাধারণ শিক্ষার্থী-জনতার সজাগ দৃষ্টি রাখতে হবে। আর যদি কোনো পক্ষ নিজেদের স্বার্থ হাসিল কিংবা অনৈতিকভাবে কোনো ক্ষতিসাধন করতে চায়, তবে তাদেরকে রুখে দিতে হবে একসাথেই।

পরিশেষে বলতে চাই, আমাদের ছোট্ট-সুন্দর দেশটি মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়েও বারবার শকুনের থাবায় রক্তাক্ত হয়েছে। এবার দেশের সব ব্যবস্থা সংষ্কার করে দেশ পুনর্গঠনের দিকে মনোযোগ দিয়ে জাতিকে পৃথিবীর বুকে মহিমান্বিত করাই হবে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। ভেদাভেদের উর্দ্ধে থেকে দেশ হোক সবার। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ গঠনে দল-মত নির্বেশেষে সকলের ঐক্যবদ্ধ্যতাই একান্ত কাম্য।

লেখক: সাংবাদিক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

শীতের শুরুতেই জাবিতে নৈশপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিলো ছাত্রশিবির

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

জাবিতে শিক্ষার্থীর মৃত্যু: দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

‘রাজশাহীর সমন্বয়ককে’ হাতুড়িপেটা করার অভিযোগ ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে

প্রেসি‌ডেন্ট’স রোভার স্কাউ‌টের সংবর্ধনা পেলেন বাকৃবির র‌বিউল

পাবিপ্রবিতে চোর সন্দেহে এক যুবক আটক

জবিতে আন্তঃবিভাগীয় খেলায় মারামারির জেরে ২ শিক্ষার্থী বহিষ্কার

জাবি শিক্ষার্থীর মৃত্যু বিশ্ববিদ্যালয় থেকে মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন

১০

তিন শতা‌ধিক নেতাকর্মীকে ব‌হিষ্কার ও ৫ শতা‌ধিককে শোকজ: ছাত্রদল সম্পাদক

১১

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১২

কুবিতে খেলায় মারামারির ঘটনায় লিখিত অভিযোগ, তদন্ত কমিটি গঠন

১৩

ছাত্রাবাসে উঠতে ছাত্রদলের বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৭ শিক্ষার্থী আহত

১৪

কুবির সিন্ডিকেটে নতুন দুই মুখ

১৫

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা করবো: সিইসি নাসির

১৬

কুবির দুই হলের নাম পরিবর্তন ও এক হলের নতুন নামকরণ

১৭

বাকৃবিতে ডোপ টেস্ট বাধ‌্যতামূলক করা হ‌বে: বাকৃ‌বি উপাচার্য

১৮

২০২৫ সালে মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে ৭৬ দিন

১৯

১১ দফা দাবিতে বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়েছেন জাবি শিক্ষার্থীরা

২০