এডুকেশন টাইমস
১০ মার্চ ২০২৪, ৬:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বার্থপর বুদ্ধিজীবীর দল থাকলে দেশের কোনো উন্নতি হওয়া সম্ভব না

লেখক: ড. কামরুল হাসান মামুন

ড. কামরুল হাসান মামুন: বাংলাদেশের নীতিনির্ধারকদের অনেককেই বলতে শুনি শিক্ষা মানেই কিছু করে খাওয়ার স্কিল অর্জন। লেখাপড়ার উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হলো কিছু করে খাওয়ার স্কিল অর্জন। কিন্তু এইটা একটি দেশের মূল ধারার শিক্ষার উদ্দেশ্য না। স্কিল অর্জনের জন্য মূল ধারার একটি শাখা ধারা সারা বিশ্বেই প্রচলিত আছে। এটিকে আমরা কারিগরি ধারা বলি। একটি দেশের মোট শিক্ষার্থীর ৬০ থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীকেই এই ধারায় শিক্ষিত করতে হয়। এর জন্য কারিগরি ধারাকে শক্তিশালী করতে হয়। মূল ধারার উচ্চ শিক্ষা সকলের দরকার নেই। মূল ধারার শিক্ষার উদ্দেশ্য দেশের বিজ্ঞানী, দার্শনিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, অর্থিনীতিবিদ ইত্যাদি তৈরি করা।

আমাদের দেশের কারিগরি শিক্ষাকে কখনোই গুরুত্ব দেওয়া হয়নি। সেই জন্যই দেশে সত্যিকারের কোনো স্কিলড কর্মী নাই। অথচ উন্নত দেশে কেউ নাপিত হতে গেলেও তাকে সেই বিষয়ে পড়াশুনা করে হতে হয়। তেমনি প্লাম্বার, ইলেক্ট্রিসিয়ান, কামার, কুমোর, তাঁতী সব কাজের জন্যই লেখাপড়া দরকার আর সেই লেখাপড়াটি শিখতে হয় কারিগরি ধারায়।

এই ধারাটি আমাদের শক্তিশালী না হওয়ায় আমাদের কর্মীরা যখন বিদেশে যায় তারা কেবল ইট ভাঙ্গা অথবা কুলি, মুটে হতে পারে যাদের বেতন খুব কম। নেপাল শ্রীলংকা আমাদের চেয়ে কম কর্মী মধ্যপ্রাচ্যে বা মালয়েশিয়ায় পাঠিয়ে আমাদের চেয়ে বেশি আয় করে।

যেহেতু আমাদের কারিগরি ধারা শক্তিশালী না সেহেতু অধিকাংশ মানুষই মূল ধারাতে থেকে যায়। সবাই অনার্স মাস্টার্স করতে চায়। এত মানুষকে অনার্স মাস্টার্স পড়ানোর মত বিশ্ববিদ্যালয় নাই বলে আমরা কলেজগুলোকে অনার্স মাস্টার্স পড়ানোর পারমিশন দিয়ে দিলাম। এতে কি হলো? চিনি আছে ১০ গ্লাস শরবত বানানোর কিন্তু মেহমান হয়ে গেছে ১০০ জন। তাই চিনির ব্যবস্থা না করে ১০ গ্লাস শরবতে কেবল পানি ১০০ গ্লাস শরবত বানিয়ে ফেললাম। এই ১০০ গ্লাস শরবত যেমন আসলে শরবত না তেমনি আমাদের অধিকাংশ অনার্স মাস্টার্সও আসলে কাগুজে অনার্স মাস্টার্স।

এই ক্ষতিটা করছিলাম বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষাকে Dilute করে। এইবার নতুন শিক্ষাক্রমকেই কারিগরি লেভেলে নামিয়ে স্কুল কলেজের শিক্ষাকেও  Dilute করে ফেলা হয়েছে। এই শিক্ষাক্রমের যারা জনক তারা খুব খোলামেলাভাবেই বলছে যে, যারা স্কুল বা কলেজ শেষে যে লক্ষ লক্ষ ছেলেমেয়ে ঝরে যায় তারা ঝরে গিয়েও যেন কিছু করে খেতে পারে তার জন্যই এই শিক্ষাক্রম। তার জন্যই জীবন ও জীবিকা নামক বিষয় জুড়ে দেওয়া হয়েছে। তার জন্যই বিজ্ঞান শেখানোর আগেই তথ্য ও প্রযুক্তি নামক বিষয় জুড়ে দেওয়া হয়েছে। তার জন্যই স্বাস্থ্য সুরক্ষা নামক বিষয় জুড়ে দেওয়া হয়েছে। এইসব বিষয়ের জন্য স্থান তৈরি করতে উচ্চতর গণিত বাদ দেওয়া হলো, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের ব্যাপ্তি কমানো হলো।

তাহলে কি দাঁড়াল? একটি দেশের শিক্ষার ফোকাসটা চলে গেছে সেই ঝরে যাওয়া ছেলেমেয়েদের দিকে। যারা ঝরে যাবে না তাদেরকে ফোকাস করে এই শিক্ষাক্রম তৈরি হয়নি। অথচ একই দেশের উচ্চবিত্তের সন্তানরা কিন্তু এর দ্বারা তেমন ক্ষতিগ্রস্ত হবে না। তাদের জন্য ইংরেজি মাধ্যম আগের মতোই ব্রিটিশ কারিকুলামে পড়বে। তাহলে এই দুই ধারায় পড়ুয়ারা যদি কোথাও একত্রিত হয় কেমন করে তারা সমান ভাববে?

এই দুর্বল কারিগরি মার্কা শিক্ষাক্রম পড়ে তারা কিভাবে বিভিন্ন অলিম্পিয়াডে ভালো করবে? কিভাবে তারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য SAT পরীক্ষায় ভালো করবে? কিভাবে তারা আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কোপ করবে? এই যে নতুন শিক্ষাক্রমের মাধ্যমে দেশের এত বড় ক্ষতি করে ফেলা হচ্ছে দেশের বুদ্ধিজীবীরা কেউ প্রতিবাদ করছে? এত স্বার্থপর বুদ্ধিজীবীর দল থাকলে দেশের কোন উন্নতি হওয়া সম্ভব না।

লেখক: ড. কামরুল হাসান মামুন অধ্যাপক, পদার্থবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

শীতের শুরুতেই জাবিতে নৈশপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিলো ছাত্রশিবির

১০

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

১১

‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

১২

জাবিতে শিক্ষার্থীর মৃত্যু: দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

১৩

‘রাজশাহীর সমন্বয়ককে’ হাতুড়িপেটা করার অভিযোগ ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে

১৪

প্রেসি‌ডেন্ট’স রোভার স্কাউ‌টের সংবর্ধনা পেলেন বাকৃবির র‌বিউল

১৫

পাবিপ্রবিতে চোর সন্দেহে এক যুবক আটক

১৬

জবিতে আন্তঃবিভাগীয় খেলায় মারামারির জেরে ২ শিক্ষার্থী বহিষ্কার

১৭

জাবি শিক্ষার্থীর মৃত্যু বিশ্ববিদ্যালয় থেকে মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন

১৮

তিন শতা‌ধিক নেতাকর্মীকে ব‌হিষ্কার ও ৫ শতা‌ধিককে শোকজ: ছাত্রদল সম্পাদক

১৯

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০